Sahdev Dirdo: দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত, কেমন আছে 'বচপন কা পেয়ার' খ্যাত সহদেব?

চলতি বছরই নেট দুনিয়ায় ভাইরাল হয় ছত্তিসগড়ের এক স্কুল ছাত্রের 'বচপন কা পেয়ার' (Baspan Ka Pyar) গান।মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বলিউডের বহু তারকা এই গানের সঙ্গে নিজের ভিডিও তৈরি করেন

Continues below advertisement

মুম্বই: মঙ্গলবার এত পথ দূর্ঘটনার শিকার হয় ইন্টারনেট সেনসেশন সহদেব দির্দো (Sahdev Dirdo)। জানা যায়, বাইকে যাওয়ার সময় পথ দুর্ঘটনার শিকার হয় সে। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আঘাতের মাত্রা এতটাই বেশি ছিল যে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল না কিশোর সহদেবের। 'গেন্দা ফুল' গায়ক বাদশা (Badshah) সহদেবের দুর্ঘটনার খবর জানান সোশ্যাল মিডিয়ায়। খুদে তারকার পরিবারের সদস্যদের সঙ্গেও যে তিনি যোগাযোগ রেখেছেন, সেকথাও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। দুর্ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছু ঘণ্টা। এখন কেমন আছে 'বচপন কা পেয়ার' (Baspan Ka Pyar) খ্যাত ভাইরাল বয় সহদেব দির্দো?

Continues below advertisement

চলতি বছরই নেট দুনিয়ায় ভাইরাল হয় ছত্তিসগড়ের এক স্কুল ছাত্রের 'বচপন কা পেয়ার' গান। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের বহু তারকা নিজেদের ইনস্টাগ্রাম রিলে এই গানের সঙ্গে নিজের ভিডিও তৈরি করেন। ছত্তিসগড়ের এই ভাইরাল হওয়া স্কুল ছাত্র সহদেব দির্দোর সেই ভিডিও দেখে তাকে নিয়ে ওই গানেরই রিমিক্স ভার্সন তৈরি করেন বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার বাদশা। ইউটিউবে বাদশা-সহদেবের যুগলবন্দির 'বচপন কা পেয়ার'-এর ভিডিও কোটি কোটি মানুষ দেখে ফেলেছেন। খুদে ইন্টারনেট সেনসেশনের দুর্ঘটনার কবলে পড়ার খবরও দেন বাদশা।

আরও পড়ুন - Jersey: 'জার্সি'র জন্য আত্মত্যাগ শাহিদ কপূরের, কমালেন বিপুল পারিশ্রমিক

হাসপাতালে ভর্তি করার সময়ও জ্ঞান ছিল না সহদেবের। এখন কেমন আছে সে? প্রসঙ্গে বাদশা তাঁর মাইক্রো ব্লগিং সাইটে জানান, 'সহদেব এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। ওর জ্ঞান ফিরেছে। ওকে রাইপুরের একজন ভালো নিউরো সার্জেনের কাছে নিয়ে যাওয়া হবে খুব দ্রুতই। আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।'

প্রসঙ্গত, ছত্তিসগড়ের সুকমায় বাইকে যাওয়ার সময় পিছনে বসেছিল সহদেব দির্দো। কোনওভাবে বাইকের চাকা পিছলে যায়। আর রাস্তায় ছিটকে পড়ে যায় সহদেব। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola