মুম্বই: রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান অভিনেত্রী তনুজাকে (Tanuja)। ৮০ বছর বয়সী অভিনেত্রী তনুজাকে বার্ধক্যজনিত কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি জানা গিয়েছে সোমবার রাত্রেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জুহুর এক হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা শুরু হয় প্রথমে। তবে পিটিআই মারফত খবর যে, গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছিল অভিনেত্রী তনুজাকে (Tanuja Health Update) এবং ধীরে ধীরে যে তিনি সুস্থ হয়ে উঠবেন সে আশ্বাসও দেওয়া হয়েছিল চিকিৎসকদের তরফে। জানা গিয়েছে তনুজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি সুস্থ হয়ে উঠছেন। পিটিআই জানিয়েছে, সোমবার রাত্রে অভিনেত্রীর অবস্থা স্বাভাবিক হয়ে এলে নিয়মমাফিক পরীক্ষা-নিরীক্ষার পর আইসিইউ থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
অজস্র হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় করেছেন তনুজা। বিয়ে করেন পরিচালক সোমু মুখোপাধ্যায়কে। তাঁদের দুই কন্যা, কাজল ও তানিশা। ৮০ বছর বয়সী তনুজার বার্ধক্যজনিত সমস্যা দেখা দেয় হঠাৎ। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে ডাক্তারদের কথায়, চিন্তার বিশেষ কোনও কারণ নেই। অনেকটাই সুস্থ এখন।
বড় দিদির সঙ্গে ১৯৫০ সালে 'হামারি বাড়ি' ছবিতে শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন তনুজা। সিনেমার নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি ১৯৬১ সালের 'হমারি ইয়াদ আয়েগি'। এরপর ১৯৬৬ সালে 'বাহারেঁ ফির ভি আয়েঙ্গি', ১৯৬৯ সালে 'জ্যুয়েল থিফ', ১৯৬৯ সালের 'পয়সা ইয়ে পেয়ার', ১৯৭১ সালে 'হাতি মেরে সাথি', ১৯৭২ সালে 'মেরে জীবন সাথী'র মতো একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন।
এছাড়া একাধিক বাংলা ছবিতে তিনি কাজ করেন, তার মধ্যে ১৯৬৩ সালের 'দেয়া নেয়া', ১৯৬৭ সালের 'অ্যান্টনি ফিরিঙ্গি', ১৯৬৯ সালের 'তিন ভুবনের পাড়ে', ১৯৭০ সালের 'রাজকুমারী' ছবি উল্লেখযোগ্য।
অন্যদিকে, দিন কয়েক আগে হঠাৎই শ্যুটিং সেরে ফিরে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্ত্রী। সেখানেই চিকিৎসা চলে তাঁর। আপাতত ভাল আছেন অভিনেতা, সাড়া দিচ্ছেন চিকিৎসায়। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শ্যুটিং সেরে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।
আরও পড়ুন: Vicky on Shah Rukh: শ্যুটিং শেষ না করেই চলে গিয়েছিলেন সেট ছেড়ে, শাহরুখের ব্যবহারে অবাক ভিকি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে