নয়াদিল্লি: শরীরে রয়েছে কেবলমাত্র একটা বালিশ! নেহা কক্করের নতুন আপলোড করা টিকটক ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। নিজের গাওয়া গানের সঙ্গেই টিকটকে ভিডিও করে 'পিলো চ্যালেঞ্জ' নিলেন বলি গায়িকা নেহা কক্কর!

করোনা আবহে ঘরবন্দি সাধারণ মানুষ থেকে তারকারা। সময় কাটানোর অন্যতম প্রধান মাধ্যম এখন স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া। তাই পুরনো ছবি পোস্ট থেকে শাড়ী চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়া বিভিন্ন মজার খেলায় হামেশাই মেতে উঠছেন সবাই।

সম্প্রতি তারকাদের পছন্দের তালিকায় বেশ উপরের দিকে রয়েছে 'পিলো চ্যালেঞ্জ'।  একটি বালিশকে পোশাকের মতো ব্যবহার করে ছবি দিতে হবে সোশ্যাল মিডিয়ায়। শরীরে কেবল থাকবে একটি বালিশ, আর সেই বালিশই হবে স্টাইল স্টেটমেন্ট।

হলিউড তারকারা এই চ্যালেঞ্জ নিয়েছেন অনেকেই। এবার বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। কেবল ছবি নয়, শরীরে বালিশ বেঁধে রীতিমতো টিকটক ভিডিও করলেন নেহা। ব্যাকগ্রাউন্ডে চলল তাঁরই গান।



হলিউড তারকা হ্যালি বেরি 'পিলো চ্যালেঞ্জ' নিয়ে পোস্ট করেছেন ছবি।



এই চ্যালেঞ্জ নিয়েছেন অন্যান্য তারকারাও।