নয়াদিল্লি: ভারতের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) সংক্রান্ত নিয়মবিধির সাম্প্রতিক বদলে অখুশি চিন। ভারতের ঘোষিত নয়া নিয়মবিধি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লুটিও) কোনওরকম বৈষম্য, বিভেদ না করার নীতি লঙ্ঘন করছে এবং তা অবাধ, ন্যয়সঙ্গত বাণিজ্যেরও পরিপন্থী বলে দাবি করলেন নয়াদিল্লিতে চিনা দূতাবাসের মুখপাত্র জি রং। এক বিবৃতিতে ভারতকে নয়া এফডিআই নিয়মবিধি সংশোধনের ডাক দিয়েছেন তিনি।
রং বলেছেন, চিনা বিনিয়োগকারীদের ওপর এই নীতির স্পষ্ট প্রত্যক্ষ প্রভাব পড়বে। তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এটা বৈষম্যমূলক।
গত শনিবার নয়াদিল্লি জানায়, ভারতের সঙ্গে স্থলসীমান্ত আছে, এমন সব প্রতিবেশী দেশের লোকজনকে এদেশে বিনিয়োগ করতে হলে ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে। করোনাভাইরাস অতিমারীর জেরে আর্থিক বিপর্যয়ের সুযোগে দেশীয় কোম্পানিগুলির টেকওভার যাতে না হয়, সেগুলির নিয়ন্ত্রণ যাতে বিদেশি হাতে না যায়, সেজন্যই এই সিদ্ধান্ত নেয় ভারতের বাণিজ্যমন্ত্রক।
জবাবে চিনা প্রতিনিধি দাবি করেন, নতুন পলিসির মাধ্যমে যে অতিরিক্ত প্রতিবন্ধকতা চালু হল, তা বিনিয়োগের স্বার্থে অবাধ, ন্যয্য, বৈষম্যহীন, স্বচ্ছ পরিবেশ তৈরির লক্ষ্যে জি-২০ গোষ্ঠীর বৈঠকে হওয়া ঐকমত্যের বিরোধী।
তিনি বিবৃতিতে বলেন, বিশেষ বিশেষ দেশের বিনিয়োগকারীদের ক্ষেত্রে ভারতীয় পক্ষ যে অতিরিক্ত বাধা চাপিয়েছে, তা বিশ্ব বাণিজ্য সংস্থার বৈষম্য না করার নীতির পরিপন্থী, উদারীকরণ ও অবাধ বাণিজ্য, বিনিয়োগের পথ প্রশস্ত করার স্বাভাবিক প্রবণতার বিরোধী।
ভারতের চলতি এফডিআই নীতিতে শুধু বাংলাদেশ ও পাকিস্তানকে সব সেক্টরে বিনিয়োগের জন্য সরকারি রুটের মাধ্যমে আসতে দেওয়া হয়। এবার চিন ও অন্য পড়শী দেশগুলির কোম্পানিগুলিকেও সরকারি রাস্তাতেই ভারতে বিনিয়োগের ছাড়পত্র নিতে হবে।
বর্তমানে ভারতে দুভাবে বিদেশি কোম্পানিগুলি বিনিয়োগ করতে পারে। হয় অটোমেটিক রুটে যেখানে তাদের এদেশের সরকারের সম্মতি নিতে হয় না অথবা সরকারি রুটে যেখানে তাদের ভারত সরকারের ছাড়পত্র নিতে হয়।
'বৈষম্যমূলক', বিশ্ব বাণিজ্য সংস্থার অবাধ বাণিজ্য নীতির ‘পরিপন্থী’, নতুন এফডিআই নীতি বদলাক ভারত, বলল অখুশি চিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2020 05:49 PM (IST)
গত শনিবার নয়াদিল্লি জানায়, ভারতের সঙ্গে স্থলসীমান্ত আছে, এমন সব প্রতিবেশী দেশের লোকজনকে এদেশে বিনিয়োগ করতে হলে ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে। করোনাভাইরাস অতিমারীর জেরে আর্থিক বিপর্যয়ের সুযোগে দেশীয় কোম্পানিগুলির টেকওভার যাতে না হয়, সেগুলির নিয়ন্ত্রণ যাতে বিদেশি হাতে না যায়, সেজন্যই এই সিদ্ধান্ত নেয় ভারতের বাণিজ্যমন্ত্রক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -