মুম্বই: নাঃ, ক্যাটরিনা কাইফের সময়টা সত্যিই খারাপ যাচ্ছে।

ছবি তো একের পর এক ফ্লপ। তারপর সবে প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিটমাটের কথা ভাবছিলেন বলে খবর কিন্তু সে গুড়ে ধপাস করে এক বস্তা বালি পড়ল। গত সপ্তাহে রণবীর কপূর মা নীতু কপূরের সঙ্গে লন্ডন গিয়েছিলেন। সেখানে নাকি বিয়ের জন্য এক পাত্রীকে দেখে এসেছেন তিনি। মেয়েটির পরিবার লন্ডনে ব্যবসা করে। নীতুরই এক ঘনিষ্ঠ বন্ধু এই সম্বন্ধ ঠিক করেছেন।

রণবীরের বাবা ঋষি কপূর অবশ্য মুম্বইতেই ছিলেন, নতুন ছবির জন্য লুক টেস্টে ব্যস্ত ছিলেন তিনি।

রণবীর-নীতু দুজনেই পাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন, একে অপরকে পছন্দও হয়েছে।

জানা গিয়েছে, রণবীর দ্রুত বিয়েথাওয়া করে সংসারী হতে চান। আর নীতু এর আগেই স্পষ্ট করে দিয়েছেন, ছেলের জন্য তাঁর এমন মেয়ে পছন্দ, যাঁর সঙ্গে বলিউডের কোনও সম্পর্ক নেই। দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা- ছেলের গার্লফ্রেন্ড হিসেবে কাউকেই তাঁর পছন্দ ছিল না। এখন দেখার, রণবীরের বিয়ের ফুল সত্যিই ফুটেছে কিনা।