নয়াদিল্লি: সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত 'হীরামাণ্ডি'র (Heeramandi: The Diamond Bazaar) দ্বিতীয় সিজনের ঘোষণা হল আজ। নেটফ্লিক্সের তরফে এক অভিনব উপায়ে ঘোষণা করা হল পরবর্তী সিজনের কথা। কবে কোথায় দেখা যাবে এই সিরিজ? কী জানানো হল নির্মাতাদের তরফে? (Heeramandi Season 2)


আসছে 'হীরামাণ্ডি সিজন ২', ঘোষণা নেটফ্লিক্সের


১ মে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় 'হীরামাণ্ডি'। সঞ্জয় লীলা ভনশালী পা রাখেন ওয়েব দুনিয়ায়। 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' মুক্তির পরই ঝড় তোলে। প্রথম সপ্তাহেই এই সিরিজ নেটফ্লিক্সের নন-ইংলিশ কন্টেন্টের সেরা ১০-এর তালিকায় উঠে আসে যা ৪৩ দেশ মিলিয়ে হয়। নিমেষে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা ভারতীয় সিরিজ হয়ে ওঠে 'হীরামাণ্ডি'। 'ইন্ডিয়া টপ ১০' তালিকায় ১ নম্বরে রয়েছে বহুদিন ধরে এই সিরিজ। 


শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের রিল তৈরির ঢলও চোখে পড়ার মতো। মল্লিকাজান বা ফরিদানের জনপ্রিয় সংলাপে লিপ-সিঙ্ক হোক বা বিব্বোজানের 'গজগামিনী' হাঁটার ধরন, একের পর এক রিল আরও জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে এই সিরিজের। সেই সঙ্গে ভনশালির নিজের তৈরি করা মন ছুঁয়ে যাওয়া সঙ্গীত। তার মধ্যে অবশ্যই 'সকল বন' ও 'এক বার দেখ লিজিয়ে' বিশেষ উল্লেখের দাবি রাখে। প্রথম সিজন মুক্তির পর দুর্দান্ত সাড়া পেয়ে এবার দ্বিতীয় সিজনের ঘোষণা করা হল, সেটাও 'লার্জার দ্যান লাইফ' ঢঙে। 


মুম্বইয়ের কার্টার রোডে প্রায় ১০০ জন নৃত্যশিল্পী নিয়ে আয়োজন করা হয় 'ফ্ল্যাশমব'-এর। এক দল নৃত্যশিল্পীকে দেখা যায় ঝলমলে আনারকলি ঘাগরা পরে, পায়ে ঘুঙুর, আবার একদল পরেন শাড়ি। 'হীরামাণ্ডি'র অত্যন্ত সফল গানের তালে তাঁদের পা মেলাতে দেখা যায়। সব শেষে তাঁদের ট্যাবলোয় ঘোষণা করা হয় 'সিজন ২' আসছে। অজস্র পথচারীর চোখ তখন পারফর্ম্যান্সে স্তব্ধ, মুগ্ধ। 


 






অন্যদিকে সঞ্জয় লীলা ভনশালীও এই দ্বিতীয় সিজনের কথা নিশ্চিত করে। 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার'কে ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানান দর্শককে। তিনি বলেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা শীঘ্রই সিজন ২ নিয়ে ফিরছি।'


আরও পড়ুন: Uorfi Javed: ফুলে ঢোল চোখ-ঠোঁট-মুখ, তাতেই জুটছে কটাক্ষ! কী হয়েছে উরফির? খোলসা করলেন পোস্টে


'হীরামাণ্ডি'র প্রথম সিজনের প্রেক্ষাপট ছিল স্বাধীনতা পূর্ববর্তী ভারত। লাহোরের গণিকামহলের গল্প, তাঁদের চাওয়া-পাওয়া, ক্ষমতার লড়াই, প্রেম-বিচ্ছেদ ও স্বাধীনতা সংগ্রামের মিশেল দেখেছেন দর্শক। তবে দ্বিতীয় সিজনে স্বাধীনতা পরবর্তী সময়ে গণিকাদের নতুন পরিচয়ের লড়াইয়ের গল্প শোনা যাবে, অন্তত তেমনই আভাস মিলেছে অ্যানাউন্সমেন্ট টিজারে। প্রথম সিরিজে দেখা মিলেছে মণীষা কৈরালা, অদিতি রাও হায়দরি, সোনাক্ষী সিন্হা, সঞ্জিদা শেখ, রিচা চড্ডা, শরমিন সেহগল প্রমুখের। পরবর্তী সিজনের কাস্টে কোনও পরিবর্তন ঘটবে কি না, তা অবশ্য সময় বলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।