মুম্বই: নাম না করে প্রত্যুষার আত্মহত্যার ঘটনাকে 'অর্থহীন' বলে মন্তব্য করলেন হেমা মালিনী।

হেমা বলেন, 'নির্বোধ'-এর মত আত্মহত্যা করলে কিছুই পাওয়া যায় না। যে হেরে গিয়ে জীবন শেষ করে দেয়, তাঁকে নয়, জীবনযুদ্ধে যে লড়াই করে, তাঁকেই সম্মান করে গোটা বিশ্ব।



গত ১ এপ্রিল নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের সঙ্গে প্রেমঘটিত কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সম্ভবত সেই কারণেই এই চরম পথ বেছে নেন বছর ২৪ এর এই বাঙালি অভিনেত্রী।

এ প্রসঙ্গেই হেমা মালিনী বলেন, আমাদের এই জীবন ভগবানের উপহার। আমরা আমাদের জীবন নিয়ে যা খুশি করতে পারি না। জীবনের সঙ্গে যা ইচ্ছে করার অধিকারও আমাদের নেই। আমাদের প্রতিকূলতার কাছে হেরে না গিয়ে তার সঙ্গে লড়াই করা উচিত। এমন নির্বোধের মত আত্মহত্যায় আদপে কিছুই পাওয়া যায় না। প্রতিকূলতার চাপ কাটিয়ে ওঠার নামই জীবন। জীবনের কাছে কখনও হার স্বীকার করে নিতে নেই।



হেমাকে পাল্টা টুইটারে সমালোচনা। সেখানে একজন মন্তব্য করেছেন, আত্মহত্যা হয়ত সমাধান নয়। কিন্তু যে ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তাঁর সম্পর্কে এভাবে মন্তব্য করাটাও শোভন নয়।