কলকাতা: চিরকালের মতো হারিয়ে গিয়েছেন প্রিয় মানুষ। শোক সামলে উঠতে তাঁর সময় লেগেছে কয়েকটা দিন। বলিউডের আকাশ থেকে খসে পড়েছে একটা নক্ষত্র। প্রয়াত ধর্মেন্দ্র (Dharmendra)। ৯০ বছরে পা দেওয়ার মাত্র কয়েকটা দিন আগেই প্রয়াত হয়েছেন তিনি। আর আজ, ধর্মেন্দ্র প্রয়াণের পরে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)। শেয়ার করে নিলেন ধর্মেন্দ্রর সঙ্গে একগুচ্ছ না দেখা ছবি!
সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র আর নিজের একাধিক ছবি শেয়ার করে হেমা মালিনী লিখেছেন, 'ধরমজী..উনি আমার কাছে অনেক কিছু ছিলেন। একজন ভালবাসার স্বামী, একজন আদর্শ বাবা, আমার ২ মেয়ে, এশা আর অহনার বাবা, বন্ধু, ফিলোজফার আর পথপ্রদর্শক, একজন কবি.. আমি সবকিছুর জন্য ওঁর কাছেই গিয়েছি। আমার কাছে উনি ছিলেন সবকিছু। আমার খারাপ এবং ভাল সময়ে, সবসময় ওঁকে পাশে পেয়েছি। উনি সবসময়ে পরিবারের জন্য নিজেকে অর্পণ করে দিতেন। বন্ধু হিসেবে.. প্রত্যেকের প্রতি ওঁর একই রকম নজর ছিল।'
হেমা মালিনী আরও লেখেছেন, 'আর সাধারণ মানুষের কাছে, ওঁর ব্যক্তিত্ব, ওঁর প্রতিভা, মুন্সিয়ানা, ওঁর জনপ্রিয়তা ওঁকে সবার থেকে আলাদা করে তুলেছিল। কিংবদন্তি তৈরি করেছিল ওঁকে। ওর সমস্ত সম্মান চিরকাল ইন্ডাস্ট্রিতে রয়ে যাবে। আমার ব্যক্তিগত ক্ষতি, অপূরণীয়। কেউ কোনোদিন এই জায়গা নিতে পারবে না। এত বছরের একসঙ্গে থাকার পরে.. শুধু স্মৃতি রয়ে গেল। কত কী হারিয়ে ফেললাম।'
প্রসঙ্গত, একটি সাক্ষাৎকারে ববি দেওল সদ্য বলেছিলেন যে, ধর্মেন্দ্র নাকি হেমা মালিনীর সঙ্গে থাকেন না। অভিনেতার বয়স হয়েছে, সেই কারণে তিনি তাঁর ফার্ম হাউজে থাকতেই স্বস্তিবোধ করেন। নিজের ফার্ম হাউজে নাকি প্রকাশ কৌরের সঙ্গে থাকেন তিনি। এই তথ্যে অবাক হয় অনেকেই। প্রায় সবাই অনুরাগীই জানতেন যে, ধর্মেন্দ্র আর হেমা মালিনী একত্রেই থাকেন। তবে সাক্ষাৎকারে সেই ধারণাকে নস্যাৎ করে দিয়েছিলেন ছেলে ববি দেওল। তিনি বলেছিলেন যে, ধর্মেন্দ্রর বয়স হয়েছে আর ফার্ম হাউজের খাবার এবং আবহাওয়া বেশ ভাল । সেই কারণেই ফার্ম হাউজে থাকেন ধর্মেন্দ্র।