নয়াদিল্লি: জয়া বচ্চনের পাশে হেমা মালিনী। সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্য়ু সংক্রান্ত মামলায় বলিউডের সমালোচনায় সরব কঙ্গনা রানাউত বলিউডের কোনও কোনও মহল। বলিউডে মাদকের কারবার, অপরাধ জগতের যোগসাজশের অভিযোগ তুলে প্রকাশ্যে মুখ খুলেছেন কেউ কেউ। পাল্টা জবাবে গতকাল সংসদে জয়া ইন্ডাস্ট্রিরই কিছু অংশ বলিউডের ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করেন। তাঁর পক্ষে মুখ খুলে হেমা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জয়ার সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। হেমা বলেছেন, বলিউডের ভাবমূর্তি নষ্ট করা যায় না। এগুলি সামান্য উদাহরণ, এক টুকরো কাপড়ে নোংরা দাগ লাগলে আমরা যেন ধুয়ে তুলে দিই, সেরকম। বলিউডের ড্রিম গার্ল তথা বিজেপির মথুরার সাংসদ বলেন, এই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ভালবাসা পেয়েছি আমি। কেউ তার সম্পর্কে খারাপ কথা বলবে, সেটা কী করে দেখব? বহু কলাকুশলী বলিউডকে এগিয়ে নিয়ে গিয়েছে বলে হেমা বলেন, বলিউড একটা সুন্দর, সৃষ্টিশীলতার জায়গা। এটা শিল্প, সংস্কৃতির দুনিয়া। এখান থেকে আমি নাম করেছি, সম্মান পেয়েছি।
সাক্ষাত্কারে জয়া বিনোদন জগত্কে সরকারের সমর্থন করা উচিত বলে সওয়াল করেন, যারা তার ভাবমূর্তি ক্ষুন্ন করছে, তাদের তীব্র আক্রমণ করেন। সরাসরি জয়া কারও নাম না করলেও তিনি বিজেপির লোকসভা সদস্য় ভোজপুরী অভিনেতা রবি কিষাণের বক্তব্যের পরদিনই মুখ খোলায় মনে করা হচ্ছে, তিনিই নিশানায় ছিলেন। রবি কিষাণ বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাদকের নেশার সমস্যা আছে। যাঁরা বলিউডকে ‘নর্দমা’ বা ‘পাঁক’ বলে তার নিন্দা করছেন, তাঁদের সঙ্গে তিনি একেবারেই একমত নন বলে জানান জয়া। গত মাসে কঙ্গনা রানাউতই বলিউড সম্পর্কে এই শব্দটি ব্য়বহার করেছিলেন।
রাজ্যসভায় জিরো আওয়ার পর্বে উল্লেখের মাধ্যমে জয়া সোস্যাল মিডিয়ায় বলিউডের দুর্নাম করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরকারকে আবেদন করেন তাকে রক্ষা ও সমর্থন করতে। জয়া বলেন, এই ইন্ডাস্ট্রিতে থেকেই যাঁরা নাম করেছেন, তাঁরাই তাকে নর্দমা বলছেন! আমি সম্পূর্ণ এই ধারণার বিরোধী।