'হার' নামের শর্ট ফিল্মে দেখানো হয়েছে কীভাবে মহিলারা কর্মস্থলে যৌন হয়রানির শিকার হন। উর্ধ্বতন কর্তৃপক্ষের লোলুপ দৃষ্টি, ইচ্ছাকৃতভাবে স্পর্শ করার চেষ্টা কীভাবে রুখে দিলেন এক মহিলা কর্মী, ছবির বিষয়বস্তুই সেটা। ছবিতে মহিলা পাল্টা আক্রমণ করতেই গুটিয়ে যান অফিসের সেই ‘বস’। প্রসঙ্গত, সেই ব্যক্তি নিজেও এক দশ বছরের মেয়ের বাবা, কিন্তু তিনি নিজে আজও জানেন না কীভাবে মহিলাদের সম্মান করতে হয়।
ছবিতে অভিনয় করেছেন 'বালিকা বধূ' খ্যাত জয়নীরজ রাজপুরোহিত। ছবির ভাবনার নেপথ্যে রয়েছেন অনুপমা অহলুওয়ালিয়া এবং সানা আহমেদ, প্রযোজনা করেছে বম্বে ডাইরিজ। ছবি পরিচালনা করেছেন সানা আহমেদ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সেলিম মার্চেন্ট।
ছবিটি শেষ হয়েছে এই বক্তব্য দিয়ে “This time…let the voice be your’s”