মুম্বই: সুস্বাদু খাবার খেতে কে না ভালোবাসে। কেবলমাত্র রুপোলি পর্দার বাইরের মানুষেরাই নন, খেতে ভালোবাসেন তারকারাও। ডায়েটের কথা মাথায় রেখেও তাঁরা নানা সুস্বদু জিনিস চেখে দেখেন। বলিউড অভিনেত্রীরা প্রায়শই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুস্বাদু খাবারের নানা ছবি ও ভিডিও পোস্ট করেন। যা দেখে নেট নাগরিকরা তাঁদের খাদ্যপ্রেমের কথা বেশ টের পান। এক নজরে দেখে নেওয়া যাক বলিউডের (Bollywood) কোন অভিনেত্রী কী কী খেতে ভালোবাসেন (ইoodies)।


১. শিল্পা শেট্টি- বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি খেতে যে বেশ ভালোবাসেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই বোঝা যায়। যদিও অভিনেত্রীর চেহারা দেখলে তা বোঝা অসম্ভব। ফিটনেস ধরে রাখার পাশাপাশি সুস্বাদু মুখরোচক জিনিস খেতেও খুবই ভালোবাসেন তিনি। কখনও কেক কখনও পেস্ট্রিতে কামড় বসাতে দেখা যায় তাঁকে।


২. দীপিকা পাড়ুকোন- ডায়েট মেনে চলা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও বেশ খাদ্যরসিক। চকোলেট ও ডেজার্ট তাঁর অত্যন্ত পছন্দের খাবার। মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে তাঁকে চকোলেট উপভোগ করতে দেখা যায়।


আরও পড়ুন - Anushka Sharma: ছবি আঁকার ভিডিও দিলেন অনুষ্কা, দেখে 'মজনু ভাই'কে মনে করল নেট দুনিয়া


৩. সোনম কপূর- বলিউডে অভিনেত্রী হিসেবে ততটা জনপ্রিয়তা লাভ করতে না পারলেও অভিনেত্রী সোনম কপূরের ফ্যাশন সেন্স তাঁকে জনপ্রিয় করে তুলেছে। স্টাইল স্টেটমেন্টে সারাক্ষণই নজরে থাকেন তিনি। জানা যায়, ছোটবেলা থেকেই ওজন সংক্রান্ত সমস্যায় ভুগতেন সোনম। কিন্তু ওজন সংক্রান্ত সমস্যাও অভিনেত্রীকে সুস্বাদু খাবার চেখে দেখার থেকে আটকে রাখতে পারেনি। অভিনেত্রী বিভিন্ন সাক্ষাৎকারে জানান যে, রসনা তৃপ্তির জন্য নানা খাবার খেলেও কড়া ডায়েট ও নিয়মিত শরীরচর্চাই তাঁর চেহারা ধরে রাখতে সাহায্য করেছে।


৪. প্রিয়ঙ্কা চোপড়া- নিজেকে খাদ্যরসিক বলতে দ্বিধাবোধ করেন না বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোরড়া। বিদেশে থাকতে তিনি যে ভারতীয় খাবার মিস করেন, তা বিভিন্ন সময়ে জানিয়ে থাকেন। বাড়ির তৈরি ডাল আর রুটি খুবই পছন্দ অভিনেত্রী। 


৫. আলিয়া ভট্ট- প্রতিদিন তিনবার খাবার খান বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। আর সেই খাবারে স্যালাড থেকে কাপ কেক সবই থাকে। খাদ্যরসিক আলিয়া ভট্ট নিজে মুখেই বিভিন্ন সময়ে তাঁর খাদ্যপ্রেমের কথা জানিয়েছেন। তবে, তারপরও প্রতিদিন শরীরচর্চা করে সুস্থ থাকেন।


৬. নার্গিস ফকরি- খাবার আর ফ্যাশন, এই দুটো জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করে বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি। রান্নাঘরে নিজের রান্না করার নানা ভিডিও প্রায়শই পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়।