মুম্বই: করোনার ধাক্কায় গৃহবন্দি? অথবা ক্লান্ত কাজের চাপে? সিনেমাহল খুললেও কী যাওয়ার সময় হচ্ছে না? তাহলে এক ঝলকে দেখে নিন এই সপ্তাহে আপনার জন্য নতুন কী কী উপহার নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। চলতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন ছবি ও ওয়ের সিরিজ। সেগুলি কী কী? নজর রাখা যাক সেই তালিকায়। আর এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই সব সিনেমা ও ওয়েব সিরিজ সংক্রান্ত তথ্যগুলিতেও।


কোটা ফ্যাক্টরি ২ (Kota Factory 2) - আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাঘব সুব্বু (Raghav Subbu)। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar), আহসান চন্না (Ahsaas Channa), ও ময়ূর মোর (Mayur More)।  এই গল্পের প্রেক্ষাপট কোটায়। আইআইটি পড়ুয়াদের শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এটি। সেখানে পড়তে আসে ১৬ বছরের বৈভব। তার জীবনের ওঠাপড়াকে নিয়েই আবর্তিত হয়েছে কোটা ফ্যাক্টরি ২-এর গল্প।


মিডনাইট মাস (Midnight Mass) - কেট সিজল ( Kate Siegel), জ্যাচ গিলফোর্ট (Zach Gilford), হামিশ লিঙ্কলেটার (Hamish Linklater) অভিনীত এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ২৪ সেপ্টেম্বর। পরিচালনা করেছেন মাইক ফ্যানাগন (Mike Flanagan)।


ব্রাইডস অফ প্যারাডাউজ (Birds of Paradise) - অ্যামাজন প্রাইমে সেপ্টেম্বরের ২৪ তারিখ মুক্তি পাবে এই ছবিটি। ক্রিস্টিন ফ্রোসেথ (Kristine Froseth), ডিয়ানা সিলভারস (Diana Silvers), জ্যাকলিন বিসসেট (Jacqueline Bisset) অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ওটিটিতে। আমেরিকান নোবেল ব্রাইট বার্নিং স্টার (Bright Burning Stars) -এর আদলে এই ছবিটির পরিচালনা করেছেন সারা আদিনা স্মিথ (Sarah Adina Smith)


প্রমিসিং ইয়ং ওম্যান (Promising Young Woman) - এইচবিও ম্যাক্সে ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। মুখ্য ভূমিকায় রয়েছেন ক্যারি মুলিগান (Carey Mulligan), বো বার্নহ্যাম (Bo Burnham), অ্যালিশন ব্রি (Alison Brie), ও ক্ল্যারি ব্রাউন (Clancy Brown)। এমেরেল্ড ফেনেলের (Emerald Fennell) পরিচালনায় এই ছবিতে তুলে ধরা হবে কীভাবে একটি মেয়ে তাঁর খারাপ অভিজ্ঞতা ভুলে নতুন করে বাঁচতে শিখছে।