কলকাতা: সবুজ মাঠের মধ্যে গাছের ডালে দড়ি দিয়ে বাঁধা টায়ার। সেটাকেই দোলনা হিসাবে ব্যবহার করে দুলছেন মিমি চক্রবর্তী। এক টুকরো ছোটবেলা যেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন মিমি। ক্যাপশানে লিখলেন ছোটবেলার কথা।


আজ ইনস্টাগ্রামে নিজের ২টি ছবি শেয়ার করেন মিমি। সেখানে দেখা যায়, গাছে ডালে টায়ার বেঁধে দোলনা খাচ্ছেন মিমি। নায়িকা লিখছেন, 'আমার ভিতরের ছোট শিশুটা, যার কখনও বয়স হয় না, সেটাকে বার বার ফিরিয়ে আনতে ভালো লাগে আমার।' সেই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন, 'যাঁরা আমায় চেনেন এটা জানেন।'



মিমির এই ছবিতে নুসরত জাহান মন্তব্য করেছেন, 'মিষ্টি'। একই মন্তব্য করেছেন ঋতাভরী চক্রবর্তীও।


গতকালও সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছুটির দিনের রোদেলা সকালে শহর দেখেছেন অভিনেত্রী। চোখে সানগ্লাস, নীল ডেনিমের সঙ্গে সাদা টি শার্টে ঝলমল করছেন তিনি। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। নায়িকার তরতাজা ছবি দেখে মুগ্ধ নেটাগরিক থেকে শুরু করে টলিউডের সহ অভিনেত্রীরাও।


সদ্য অরিন্দম শীলের পরিচালনায় নতুন ছবি 'খেলা যখন'-এর শ্যুটিং শেষ করেছেন মিমি। এই ছবিতে মিমির বিপরীতে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। 'গোরা-পুপে' জুটির রসায়ন উস্কে ফের রুপোলি পর্দায় জুটি বাঁধছেন তাঁরা।


সদ্য অরিন্দম শীলের পরিচালনায় নতুন ছবি 'খেলা যখন'-এর শ্যুটিং শেষ করেছেন মিমি। এই ছবিতে মিমির বিপরীতে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। 'গোরা-পুপে' জুটির রসায়ন উস্কে ফের রুপোলি পর্দায় জুটি বাঁধছেন তাঁরা।


এই ছবির জন্য মার্শাল আর্ট শিখেছেন মিমি চক্রবর্তী। শুধু তিনি নয়,  মার্শাল আর্ট শিখছেন অর্জুন-সুস্মিতাও। নতুন ছবির 'অ্যাকশান সিকোয়েন্স' নিয়ে উচ্ছসিন অর্জুন। এবিপি আনন্দকে জানিয়েছিলেন, তিনি আগের ছবিতে ছোটখাটো অ্যাকশান করেছেন। তবে এতটা অ্যাকশান করার জন্য আলাদা করে মার্শাল আর্ট শেখাটা জরুরি, কারণ পর্দায় অ্যাকশান বেশ কঠিন বলেই মনে হয় অর্জুনের। একই মত মিমিরও। ছবিতে তাঁর চরিত্রের নাম উর্মি।