মুম্বই:  মুষলধারে বৃষ্টি,  সঙ্গে ঝোড়ো হাওয়া, এই দুইয়ের জোড়া আক্রমণে দিন কয়েকধরেই বিপর্যস্ত গোটা মুম্বই। সমস্ত রাস্তা, বাড়িঘর ভেসে যাচ্ছে জলে। চারিদিক জল থৈ থৈ। বাড়ির ভেতরে জল ঢোকা আটকাতে তাই বাড়ির বারান্দায় স্বামী - টেনিস প্লেয়ার মহেশ ভূপতির বিভিন্ন গ্র্যান্ডস্লামের তোয়ালে  ব্যবহার করেন অভিনেত্রী লারা দত্ত। এমনকি সেই ছবি আবার তিনি নিজে তুলে তাঁর টুইটার পেজে শেয়ার করেছেন। লারা লিখেছেন মহেশের উইম্বলডন, ইউএস, অস্ট্রেলিয়ান এবং ফ্রেঞ্চ ওপেনের তোয়ালেগুলো ব্যবহার করা হচ্ছে জল আটকাতে।





তবে স্ত্রীর এই কীর্তি দেখে মোটেই খুশি নন স্বামী। তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াও দিয়েছেন। মহেশের প্রতিক্রিয়া তুমি কি মজা করছ, এগুলো কত বছরের কর্মশ্রমের ফল জানো।

 




এবার দেখব অন্য টুইটারাইটদের প্রতিক্রিয়াও,