মুম্বই: এক্কেবারে ভাইজানোচিত স্টাইলে রাধে ছবির শ্যুটিং শুরু করলেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, সেটে তাঁর নাটকীয় পদার্পণ। তবে সলমনের মুখ দেখা যাচ্ছে না, প্রিয় তারকার পিঠ দেখেই অনুরাগীদের খুশি হতে হবে।

দেখুন তাঁর টুইট


এছাড়া প্রথম দিনের শ্যুটিং ঘোষণা করে একটি ক্ল্যাপার বোর্ডেরও ছবি দিয়েছেন সলমন।


আগামী বছর ইদে মুক্তি পাবে রাধে।