মুম্বই:  বিরাট কোহলি-অনুষ্কা শর্মার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই গোটা সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এক সেকেন্ডও নষ্ট করেনি কার্যত গোটা বলিউড থেকে ক্রিকেট দুনিয়া। কিন্তু সকলে যখন শুভেচ্ছা বার্তা জানাতে ব্যস্ত বিরুষ্কাকে, তখন সোশ্যাল মিডিয়ায় একজনের নীরবতা একটু হলেও সকলের মনে প্রশ্ন জাগিয়েছে। তিনি হলেন দীপিকা পাড়ুকোন। দীপিকা তাঁর সহ-অভিনেত্রীকে বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় কোনও শুভেচ্ছা জানাননি।

প্রসঙ্গত, দীপিকা হলেন আবার রণবীর সিংহের বর্তমান প্রেমিকা। অন্তত টিনসেল টাউনে এমন গুঞ্জনই শোনা যায়। আবার অনুষ্কা হলেন রণবীরের প্রাক্তন। তাহলে কি সেই কারণেই দীপিকার এই নীরবতা?

বলিউডের এক বিনোদন পোর্টালের দাবি, দীপিকা বিরুষ্কাকে সোশ্যাল মিডিয়ায় নয়, ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন মেসেজ পাঠিয়ে। প্রসঙ্গত, দীপিকা তাঁর কাছের মানুষদের সঙ্গে নৈকট্য বজায় রাখার জন্যে সবসময়ই ব্যক্তিগতভাবে মেসেজ পাঠানো পছ্ন্দ করেন। এমনকি অনুষ্কাকে তাঁর জীবনের নানা বিষয় সমর্থনই করেছেন দীপিকা। শোনা যাচ্ছে আনন্দ এল রাইয়ের যেছবিতে অনুষ্কা-ক্যাট অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে, সেখানে একটি ক্যামিওর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।