রানু মন্ডলকে ফ্ল্যাট উপহার দেওয়ার জল্পনা এবার খারিজ করলেন স্বয়ং সলমন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2019 06:15 PM (IST)
কিছুদিন আগেই জল্পনা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিও-র জন্য পরিচিত হয়ে ওঠা রানু মন্ডলকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন সলমন খান। কিন্তু ওই জল্পনা যে ভুয়ো, তা আগেই জানা গিয়েছিল।
মুম্বই: কিছুদিন আগেই জল্পনা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিও-র জন্য পরিচিত হয়ে ওঠা রানু মন্ডলকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন সলমন খান। কিন্তু ওই জল্পনা যে ভুয়ো, তা আগেই জানা গিয়েছিল। এবার বলিউড তারকা স্বয়ং সলমন খানই ওই জল্পনা উড়িয়ে দিলেন। সংবাদসংস্থাকে তিনি বললেন, ওটা মিথ্যে খবর। আমিও শুনেছি। আমি যা করিনি, তার কোনও কৃতিত্ব আমার নেই। ফ্ল্যাট উপহার দেওয়ার মতো কিছু করিনি। রানু মন্ডলের খালি গলায় লতা মঙ্গেশকরের এক প্যায়ার কা নাগমা গান গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এরফলে রাতারাতি পরিচিত হয়ে উঠেছিলেন রানু মন্ডল। রানাঘাট রেলস্টেশন থেকে পৌঁছে যান মুম্বইয়ে। তিনি হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও গেয়েছেন। জানা গেছে, তিনি একটি গানের রিয়েলিটি শো-তে যোগদানের সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানের আয়োজকরা রানু মন্ডলের জন্য নয়া সাজসজ্জার ব্যবস্থা করেছেন। রানু মন্ডলের একটি সেলুনে গিয়ে সাজসজ্জা বদলের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ঘোরাফেরা করছে। এর আগে ফেসবুকের যে পেজে রানু মন্ডলের গানের ভিডিও শেয়ার করা হয়েছিল, সেখানেই রানু মন্ডলের নয়া লুকের ছবি শেয়ার করা হয়েছে।