কলম্বো: জঙ্গি হামলার আশঙ্কা নিয়েই পাকিস্তান সফরে গেল শ্রীলঙ্কার ক্রিকেট দল। আজ এক বৌদ্ধ সাধুর আশীর্বাদ নিয়ে পাকিস্তানগামী উড়ান ধরেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তাঁরা করাচিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং লাহৌরে তিনটি একদিনের ম্যাচ খেলবেন।

১০ জন প্রথমসারির ক্রিকেটার নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। তবে শ্রীলঙ্কার টি-২০ দলের অধিনায়ক দাসুন শনাকা পাকিস্তানে যাওয়ার আগে জানিয়েছেন, ‘২০১৭ সালের অক্টোবরে লাহৌরে টি-২০ ম্যাচ খেলেছেন। নিরাপত্তাব্যবস্থা নিয়ে আমি সন্তুষ্ট। পাকিস্তানে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি খুশি। বিপক্ষ দল অত্যন্ত শক্তিশালী। আশা করি ওদের সঙ্গে লড়াই করতে পারব।’



শ্রীলঙ্কার একদিনের দলের অধিনায়ক লাহিড়ু থিরিমানেও জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে তাঁর কোনও আশঙ্কা নেই। কোনও রাষ্ট্রপ্রধানকে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়, সেই স্তরের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের।