মুম্বই: দীর্ঘ ২২ বছরের বৈবাহিক জীবনে ইতি টানলেন গায়ক-অভিনেতা হিমেশ রেশমিয়া। মঙ্গলবার, সরকারিভাবে স্ত্রী কোমলকে তিনি ডিভোর্স দিলেন।
গতবছরই বান্দ্রার পারিবারিক আদালতে এই দম্পতি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। তাতে মঙ্গলবারই শিলমোহর দিয়েছে আদালত। এই প্রসঙ্গে এদিন হিমেশ বলেন, জীবনে মাঝেমধ্যে একে অপরকে সম্মান দেওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই আমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নিই বিবাহিত জীবনে ইতি টানার।
৪৩ বছরের অভিনেতা-গায়ক দাবি করেন, বিচ্ছেদ সিদ্ধান্ত নিয়ে তাঁদের মধ্যে কোনও সমস্যা হয়নি। পরিবারের সকল সদস্যই তাঁদের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি আরও জানান, বিচ্ছেদ হলেও, কোমল তাঁদের পরিবারের সদস্য থাকবেন। একইভাবে, তিনিও কোমলের পরিবারের সদস্য থাকবেন।
প্রসঙ্গত, বলিউডে জোর জল্পনা, অভিনেত্রী সনিয়া কপূরের সঙ্গে হিমেশের সান্নিধ্যের জেরেই না কি তাঁদের সম্পর্কের সমস্যার সূত্রপাত। এদিন কোমল জানান, সম্পর্কে সংহতি না থাকায় বিচ্ছেদ হয়েছে তাঁদের। যদিও, ডিভোর্সের জন্য সনিয়াকে দোষারোপ করতে রাজি হননি তিনি। বলেন, সনিয়া আমাদের পরিবারের একজন সদস্য। তাঁকে দায়ী করা ঠিক নয়।