নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে হিনা খান (Hina Khan) ও শাহির শেখ (Shaheer Sheikh) অভিনীত মিউজিক ভিডিও 'মহব্বত হ্যায়'-এর (Mohabbat Hai) টিজার। অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিওয় শাহিরের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা। গানটি গেয়েছেন স্টেবিন বেন (Stebin Ben)।
ইতিমধ্যেই গানের টিজার মুক্তি পেয়েছে। সেখানে হিনা ও শাহিরকে দুটো ভিন্ন সময়কালে দেখা গেছে। একবার আশির দশকে, অপরটা বর্তমান সময়ে।
অভিনেত্রী হিনা খানের কথায়, 'শাহির আর আমি খুবই ভাল বন্ধু। আমাদের শেষ মিউজিক ভিডিওটির জন্য শ্রোতারা অনেক ভালবাসা দিয়েছেন। মোহিত সুরি পরিচালিত হওয়া সত্যিই একটি বিশেষ এবং দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। গানটা যেভাবে একটা গল্প বলে সেটা ভীষণ ভাল লাগে আমার।'
'বারিশ বন জানা' গানের পর এই নিয়ে দ্বিতীয়বার হিনা খান, শাহির শেখ ও স্টেবিন বেন একসঙ্গে কাজ করছেন। মোহিত সুরির পরিচালনায় তৈরি হচ্ছে 'মহব্বত হ্যায়'।
একইসঙ্গে হিনা আরও বলেন, 'টিজারেই ঝলক পাওয়া গেছে যে দুটি ভিন্ন সময় দেখা যাবে গানে। আমি গানটি সম্পর্কে বিশেষ কিছু এখনই বলতে পারব না তবে এটা বলতে পারি গানটি মুক্তির জন্য একেবারে তৈরি। আপনাদের সামনে গানটি আনতে তর সইছে না আর। দর্শকদের আবার প্রেমে ফেলতে আমরা তৈরি।',
গানের টিজার পোস্ট করার পর শাহিরের সঙ্গে একটি মিষ্টি রিলও পোস্ট করেন হিনা। জনপ্রিয় গান 'ছোড় দো আঁচল জমানা কেয়া কহেগা'-এ ঠোঁট মেলাতে দেখা গেল তাঁদের।
ভিরল অরিজিন্যালসের ইউটিউব চ্যানেলে আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'মহব্বত হ্যায়'।
আরও পড়ুন: Sidharth Shukla: 'উড়ি উড়ি' গানে রোম্যান্টিক মেজাজে সিদ্ধার্থ-রশ্মি, ভাইরাল ভিডিও