নয়াদিল্লি: ধীরে ধীরে সিনেপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। আসতে চলেছে রণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবিটি। প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) ছবির নাম ঘোষণা করার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা। গত ৫ বছরে এই কল্প বিজ্ঞান ঘরানার ছবির কাজ একাধিকবার পিছিয়েছে। তবে অবশেষে ছবি নির্মাতার 'ব্রহ্মাস্ত্র' সম্পর্কে খানিক আপডেট দিলেন। ছবির মোশন পোস্টার মুক্তির জন্য একটি বিশেষ ইভেন্টের আয়োজন করেছেন ছবি নির্মাতারা।


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। অনুরাগীদের মোশন পোস্টারের মুক্তি সম্পর্কে এবং সেই সংক্রান্ত যে এক্সক্লুসিভ ইভেন্ট (Exclusive event) হবে, সেই আপডেট দেন।


'গালি বয়' অভিনেত্রী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'যেমন অয়ন (পরিচালক অয়ন মুখোপাধ্যায়) (Ayan Mukerji) বলে: সময়টা ঠিক বলে মনে হচ্ছে! আসুন, আমাদের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র'-এর পৃথিবীতে পা রাখুন আগামী ১৫ ডিসেম্বর এবং এক ঐতিহাসিক সফরের অংশ হোন। আমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা করার জন্য এখনই রেজিস্টার করুন!'


ছবির মোশন পোস্টার মুক্তির জন্য বেশ বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে তা আলিয়া ভট্টের পোস্ট থেকেই স্পষ্ট। তিনি অনুরাগীদের এই ইভেন্টে আসার জন্য রেজিস্টারের কথা জানান। যে ভিডিও পোস্ট করেছেন তাতে ইভেন্টের দিন, সময়, ঠিকানা সবকিছুই বিস্তারিত দেওয়া রয়েছে। তাঁর পোস্টে একাধিক তারকা যেমন বিজয় বর্মা, জোয়া আখতারও শুভেচ্ছা জানিয়েছেন।


 






আরও পড়ুন: Dilip Kumar 99th Birth Anniversary: প্রথমবার জন্মদিনে নেই দিলীপ কুমার, প্রিয় 'জান'কে আবেগঘন বার্তায় শুভেচ্ছা সায়রা বানুর


প্রেমের গুঞ্জনের মধ্যেই এই প্রথম একসঙ্গে বড়পর্দায় কাজ করতে দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে। ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় রণবীরের সঙ্গে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ও 'ওয়েক আপ সিড'-এর পর এই ছবিতে একসঙ্গে কাজ করছেন। এছাড়া 'ব্রহ্মাস্ত্র' ছবিতে অমিতাভ বচ্চন (Amitabh Bachchanx), নাগার্জুন আক্কিনেনি (Nagarjuna Akkineni), ডিম্পল কপাডিয়া (Dimple Kapadia) ও মৌনি রায়কেও (Mouni Roy) অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।