কলকাতা: একটা সময়ে, ক্যানসারে আক্রান্ত হয়ে, তাঁকে বাধ্য হয়েই কাজ থেকে বিরতি নিতে হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে বর্তমানে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চলেছে তাঁর। একটা সময়ে, দীর্ঘদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে বর্তমানে তিনি ধীরে ধীরে ফেলেছেন কাজে। মডেলিং থেকে অভিনয়, সবই করছেন তিনি। পাশাপাশি, পা রেখেছেন নতুন জীবনেও। বিয়ে করেছেন। আর সম্প্রতি, ক্যানসার আর তারপরে কাজে ফেরা নিয়ে মুখ খুললেন হিনা খান। 

Continues below advertisement

সম্প্রতি হিনা খান সংবাদসংস্থা এএনআই-কে (ANI) দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'ক্যান্সারের রোগী হলে বাড়িতে বসে থাকতে হয় এবং তাদের জীবন শেষ হয়ে যায়, এমন ধারণা সম্পূর্ণ ভুল। প্রথম কিছু মাস হয়তো পরিস্থিতি একটু কঠিন হয়, তবে তার পরে আপনি আবার কাজে ফিরতে পারেন। এর জন্য আপনার সাহস, শক্তি এবং পরিবারের ভালোবাসা থাকতে হবে। আমি সবসময় অভিনয় করতে থাকব, যদি আমার শরীর আমার সঙ্গ দেয়।'

হিনা খান আরও বলেন যে, কঠিন দিনগুলো অল্প সময়ের জন্য থাকে, তবে আসল সাহায্য আসে ইচ্ছাশক্তি, মানসিক শক্তি এবং পরিবারের ভালোবাসা থেকে। হিনার কথায়, 'আপনার মানসিক শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখুন এবং খুশি থাকুন। আপনি যদি মনে করেন যে এই ক্যান্সার কিছুই নয়, তবে এটি সত্যিই কিছু হবে না।'

Continues below advertisement

কিছুদিন আগেই, হাসপাতালে নিজের জন্মদিন পালন করেছিলেন হিনা খান। সেই সময়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি ইনস্টাগ্রামে তার সাহসের ঝলক শেয়ার করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, 'এই সেই মেয়ে যে সব পরিস্থিতিতে হাসে... কী বলব, এই ছবিটা আজ কোন পরিস্থিতিতে এবং কোথায় তোলা হয়েছে। আমাদের সব পরিস্থিতিতে খুশি থাকতে হবে, যা কিছুই হোক না কেন। শুভ জন্মদিন কিউটি।'

হিনা খান গত বছর জুন মাসে ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ পোস্টের মাধ্যমে তার অসুস্থতার কথা প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, 'আমার থার্ড স্টেজের স্তন ক্যান্সার হয়েছে... আমি শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ এবং এই রোগকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত,' এবং তার ফলোয়ারদের কাছে গোপনীয়তা এবং প্রার্থনার আবেদন করেছিলেন। অনুরাগীরাও হিনার সুস্থতা কামনা করেছিলেন। বর্তমানে হিনা ফিরেছেন কাজে। পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন।