লস অ্যাঞ্জেলস: এবার নার্সের ভূমিকায় দেখা যাবে হলিউড অভিনেত্রী জেনিফার স্টোনকে। তবে রিল নয়, একেবার রিয়েল লাইফে।

সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছেন, তিনি নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং এখন তিনি এক নথিভুক্ত নার্স। তিনি যোগ করেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি নার্স হিসেবে ভূমিকা পালন করতে চান।





২৭ বছর বয়সী স্টোন নিজের পোস্টে তিনটি মেডিক্যাল ব্যাজ শেয়ার করেন। একটি ভলান্টিয়ার, একটি নার্সিং পড়ুয়া ওতৃতীয়টি প্রশিক্ষিত নার্স।  তিনি লেখেন, সামনে থেকে যে সকল স্বাস্থ্যকর্মীরা এই লড়াই চালাচ্ছেন, আশা করব, আমি তাঁদের মাণদণ্ডে উতরোতে সক্ষম হব। আমি ওঁদের সঙ্গে যোগ দিতে তৈরি। স্টোন জানান, তিনি গত বছর ডিসেম্বর মাসে নার্সিং স্নাতক হয়েছিলেন। যদিও একইসঙ্গে মনে করিয়ে দেন, তিনি অভিনয়ের দুনিয়া থেকে একেবারে বিদায় নিচ্ছেন না।





প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ২০১৯ মিস ইংল্যান্ড ভারতীয় বংশোদ্ভূত তন্বী ভাষা মুখোপাধ্যায় ঘোষণা করেন, তিনি কিছুদিনের জন্য অন্য সব কাজ বাতিল করে আগে জুনিয়র চিকিৎসক হিসেবে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস যোগ দিতে চান। একটি পোস্টে ভাষা লেখেন, তিনি উপলব্ধি করছেন, লড়াইয়ে (করোনার বিরুদ্ধে) যোগ দেওয়ার সময় তাঁর এসেছে।