মুম্বই: ফের বিতর্কের কেন্দ্রে বলিউড চলচ্চিত্র নির্মাতা মহেশ ভট্ট। তাঁর পরিচালিত আগামী 'সড়ক ২' ছবির ট্রেলার সবেমাত্র বুধবার মুক্তি পেয়েছে। ২৪-ঘণ্টার মধ্য়ে এই ট্রেলারটি ইউটিউবে ভারতে সর্বাধিক অপছন্দ করা ভিডিও হিসেবে শিরোনামে উঠে এসেছে।
বুধবার সকালে মুক্তি পায় ট্রেলারটি। বিকেলে দেখা যায় তা ১০ লক্ষ 'ডিসলাইক' পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদন লেখার সময়ে সংখ্যাটি ৭০ লক্ষ পার করে ফেলেছে। অন্যদিকে, 'লাইক' করেছেন মাত্র পৌনে চার লক্ষ মানুষ। লাইক-ডিসলাইকের বিশাল পার্থক্যের ভিত্তিতে এটাই সম্ভবত ভারতে এক নম্বরে। যদিও, ইউটিউবে এই ভিডিওটি এক নম্বরে ট্রেন্ডিং করছে। প্রায় ২.৫ কোটি ইউজার ভিডিওটি দেখেছেন।
প্রসঙ্গত, এই ছবিতে মহেশের ছোট মেয়ে আলিয়া ভট্ট অভিনয় করেছেন। এই প্রথমবার, বাবার কোনও ছবিতে দেখা যাবে আলিয়াকে। ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করছেন আদিত্য রয় কপূর ও সঞ্জয় দত্ত।
কেন এই বেনজির ঘটনা বা প্রবণতা দেখা গিয়েছে, তা বোঝার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই কারোরই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে ও তারকা-সন্তানদের ছবি বয়কটের দাবি উঠেছে দেশজুড়ে।
এই বিশাল পরিমাণ 'ডিসলাইক' প্রমাণ করছে যে সুশান্তের মৃত্যুকে ঘিরে মানুষের মধ্যে বিশেষ করে দেশের যুব-সম্প্রদায়ের মনের মধ্যে বলিউডের একটি শ্রেণির বিরুদ্ধে প্রচণ্ড রাগ, ক্ষোভ ও বিদ্বেষ জমা হয়েছে। অনেকেই মনে করছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির তথাকথিত 'বিগশট'-রা সেখানে ছড়ি ঘোরান। বলিউডে 'পরিবারতন্ত্রের' চাপ সহ্য করতে হয় বহিরাগতদের।
যদিও, লাইক-ডিসলাইক নিয়ে তিনি যে বেশি ভাবছেন না, তা ট্যুইটারে বুঝিয়ে দিয়েছেন মহেশের বড় মেয়ে পূজা ভট্ট। এক অনুরাগী তাঁকে লেখেন, চিন্তা না করতে। উত্তরে পূজা তাঁকে জানান, আমি একেবারেই করছি না। ভালবাসা ও ঘৃণা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ভাল হোক বা খারাপ-- যাঁরা তাঁদের মূল্যবান মতামত জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ।
ভিডিওটি আপনার কেমন লাগল, নীচে মতামত জানান।