মুম্বই: নবাব পতৌদির পরিবারে খুশির হাওয়া। আসতে চলেছে আরও এক সদস্য। বুধবার একটি বিবৃতি দিয়ে সইফ আলি খান ও করিনা কপূর খান জানিয়েছেন, “আমাদের পরিবারে আরও এক নূতন সদস্যের আগমন ঘটতে চলেছে, এই আনন্দ সংবাদ জানাতে পেরে আমরা খুশি। আশীর্বাদ, ভালবাসার জন্য আপনাদের প্রত্যকে ধন্যবাদ।”


সম্প্রতি করিনার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে বি-টাউনে গুঞ্জন ছিলই। কয়েকদিন আগেই করিনার বাবা রণধীর কপূরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, “যদি এই জল্পনা সত্যি হয়ে থাকে তাহলে খুশিই হব। বাড়িতে একে অপরের খেলার সঙ্গী হওয়ার জন্য দুটো বাচ্চা থাকা দরকার।”





করিনাকে অভিনন্দন জানিয়ে পোস্ট সোহা আলি খানের।

২০১২ সালে পতৌদি পরিবারের নবাব তথা বলি অভিনেতা সইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় করিনার। ২০১৬ সালের ডিসেম্বরে তাদের পরিবারে আসে তৈমুর। তার ঠিক চার বছর পর পরিবারে আসছে আরও এক সদস্য।


উল্লেখ্য, ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন করিনা কপূর খান। শ্যুটিং শুরু হলেও করোনা আবহে তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি ছবির শ্যুটিংয়ের জন্য তুরস্ক গিয়েছেন আমির। সেই ছবি সোশাল মিডিয়াও এসেছে। কথা ছিল এবছর বড়দিনেই মুক্তি পাবে ছবি। তবে সেটা হচ্ছে না। একবছর পিছিয়ে ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে আমির ও করিনা অভিনীত ‘লাল সিংহ চড্ডা’।