কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাবে পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। গত বছর ওই সময়ে মুক্তি পেয়েছিল ‘মুখার্জী দার বউ’। চলতি বছর ঠিক একই সময় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। ৬ মার্চ প্রেক্ষাগৃহে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী অভিনীত এই ছবি। যার টিজার, গান অনেক আগেই সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে এবং তা জনপ্রিয়ও হয়ে উঠেছে। আজ রিলিজ হল ছবির ট্রেলার।



এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী। তাঁকে একজন পুরোহিতের চরিত্রে দেখা যাবে। 'বিক্রমাদিত্য' নামের চরিত্রে দেখা যাবে সোহম মজুমদারকে। সোহম অতীতে ‘কবীর সিংহ’ ছবিতে অভিনয় করেছেন। শাহিদ কপূরের বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে রয়েছেন, সোমা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, সুভাশিস মুখোপাধ্যায়ের মতো তারকারা।



এই ছবির পরিচালনায় রয়েছেন অরিত্র মুখোপাধ্যায়। স্ক্রিনপ্লে লিখেছেন জিনিয়া সেন। ছবিটির প্রযোজনা করেছেন নন্দিতা ও শিবপ্রসাদ। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনিন্দ চট্টোপাধ্যায়।