কলকাতা: টলি পাড়ার এবারের ভোটযুদ্ধে জয়ী তৃণমূল ও বাম মনোভাবাপন্ন শিল্পীরা। ভরাডুবি বিজেপিতে যোগদানকারী শিল্পীদের। নির্বাচনের ফলপ্রকাশ ঘিরে ছিল টানটান উত্তেজনা। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৬৪৫ জন। ভোট পড়েছে ১ হাজার ৮৯৬টি।
কার্যকরী সভাপতি পদে জয়ী হয়েছেন শঙ্কর চক্রবর্তী। সহ সভাপতি পদে জিতেছেন জিৎ, সোহম ও পরাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ও সপ্তর্ষি রায় যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন। সহকারী সম্পাদক পদে জয়ী দেবদূত ঘোষ ও রাণা মিত্র। কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন কুশল চক্রবর্তী, সোনালি চৌধুরী, জুন মালিয়া, সাগ্নিক চট্টোপাধ্যায় ও দিগন্ত বাগচী। ভোটে পরাজিত হয়েছেন বিজেপি ঘনিষ্ঠ প্রার্থীরা।