নয়াদিল্লি: ১৯৮৭ সালের ২৫ জানুয়ারি, এই দিনেই প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘রামায়ণ’। ভারতের টেলিভিশন জনতা সেই প্রথম দেখেছিল বাল্মিকি রচিত মহাকাব্যের নাট্যরূপ। বাকিটা ইতিহাস। দূরদর্শনের শ্রেষ্ঠ অনুষ্ঠান হয়ে ওঠে রামায়ণ। ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন অরুণ গোভিল (রাম), দীপিকা চিকালিয়া (সীতা), সুনীল লহরী (লক্ষ্মণ), অরবিন্দ ত্রিবেদী (রাবণ), দারা সিংহ (হনুমান), ললিতা পওয়ার (মন্থরা), বিজয় অরোরার (মেঘনাথ) মতো আরও একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
প্রসঙ্গত, ১৯৮৭ থেকে ১৯৮৮ একবছর সময়ে ৭৮টি এপিসোড নিয়ে সম্প্রচারিত হয়েছিল রামায়ণ। যার প্রযোজক ছিলেন সুভাষ সাগর। এরপরে আরও একাধিকবার হিন্দি, বাংলা সহ আরও একাধিক ভাষায় রামায়ণ সম্প্রচারিত হয়। তবে ৩২ বছর আগের দূরদর্শনে সম্প্রচারিত রামায়ণের ধারের কাছে আসেনি কোনও প্রডোকশনই। সেই আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করা রামায়ণ ফের একবার দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ২৭ মার্চ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করেন, দিনে রাতে ২ বার করে ৯টা থেকে ১০টার মধ্যে ২টি করে এপিসোড চালাবে দূরদর্শন।
দর্শকরা তো বটেই সরকারের এই ঘোষণায় খুশি হয়েছেন দূরদর্শনের রামায়ণের তারকারাও। রামায়ণ পুনঃবার শুরু হওয়া পর সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিকালিয়া যেমন ‘শিক্ষা নেওয়ার’ কথা বলেছেন। সম্প্রতি পুরনো রামায়ণের পুরনো একটি ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবি নিয়ে চর্চাও হচ্ছে। দীপিকা নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দীর্ঘ ৩২-৩৩ বছর তিনি সীতার পরিচিতি নিয়েই বেঁচে আছেন। দেখে নিন, এখন ঠিক কেমন দেখতে রামায়ণের সীতাকে-
- নরেন্দ্র মোদির সঙ্গে দীপিকা চিকালিয়া
- দীপিকা চিকালিয়া
- যোগী আদিত্যনাথের সঙ্গে দীপিকা চিকালিয়া