লস অ্যাঞ্জেলস: করোনাভাইরাসের প্রকোপে স্তব্ধ হলিউড। যাবতীয় ছবির শ্যুটিং ও প্রোডাকশনের কাজ থমকে গিয়েছে। এই তালিকায় রয়েছে ম্যাট রিভস প্রযোজিত 'ব্যাটম্যান' ছবিও। রবার্ট প্যাটিনসন অভিনীত এই ছবির শ্যুটিংও এখন পুরোপুরি বন্ধ। তবে, সোশ্যাল মিডিয়ায় আচমকা ঝড় তুলেছে এই ছবি ঘিরে তৈরি হওয়া একটি বিতর্ক।


সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক। এই টিজারে নাম-ভূমিকায় প্যাটিনসনকে প্রথমবার দেখা গিয়েছে। কিন্তু, ছবির আবহ সঙ্গীত এখন যাবতীয় বিতর্কের কেন্দ্রে। অনেকেই মনে করছেন, মাইকেল গিয়াচিনো পরিচালিত ছবির টিজারে যে আবহ সঙ্গীত ব্যবহার করা হয়েছে, তার মিল অনেকটাই ২০১২ সালে টম ক্রুজ অভিনীত ও ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত ব্লকবাস্টার ছবি 'জ্যাক রিচার' ছবির একটি গানের সঙ্গীতের সঙ্গে রয়েছে।

নীচে দেওয়া হল দুটি ছবির ভিডিও ক্লিপ। দর্শকরাই এর বিচার করুন এবং মতামত জানান--