মুজফ্ফরনগর: বৈবাহিক জীবনে একাধিক সমস্যার কারণে ডিভোর্সের আবেদন দাখিল করলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া। একইসঙ্গে, খোরপোশও দাবি করা হয়েছে।


সম্প্রতি, আলিয়ার আইনজীবী অভয় সহায় এক সাক্ষাৎকারে বলেন, গত ৭ তারিখ ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই আইনি নোটিস পাঠানো হয়েছে। যদিও, অভিনেতার তরফে এখনও কোনও জবাব আসেনি।


২০০৯ সালে নওয়াজউদ্দিন ও আলিয়ার বিয়ে হয়। তাঁদের এক মেয়ে শোরা ও এক ছেলে ইয়ানি সিদ্দিকি রয়েছে। আলিয়া হলেন নওয়াজউদ্দিনের দ্বিতীয় স্ত্রী।


আইনজীবী অভয় জানিয়ে দেন, নোটিসে কী কী অভিযোগ তোলা হয়েছে, সেই বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে, অভিযোগগুলি যথেষ্ট গুরুতর এবং নওয়াজউদ্দিন ও তাঁর পরিবারের কাছে যথেষ্ট সংবেদনশীলও বটে।


বর্তমানে, মুজফ্ফরনগর জেলার বুধানায় কোয়ারান্টিনে রয়েছেন নওয়াজউদ্দিন ও তাঁর পরিবার। সম্প্রতি, ট্যুইটারে অভিনেতা লেখেন, আমার ছোট বোনের অকালপ্রয়াণের শোকে আমার ৭১ বছরের মায়ের দুবার অ্যাটাক হয়েছে। আমরা রাজ্য সরকারের সমস্ত রকম নির্দেশিকা অনুসরণ করেছি। আমরা এখন বুধানায় হোম কোয়ারান্টিনে রয়েছি।





সম্প্রতি, অভিনেতা ও তাঁর পরিবার করোনা স্ক্রিনিং করান। সেখানে সকলেই নেগেটিভ প্রমাণিত হয়েছেন। গত ১৫ মে বিশেষ পাস বানিয়ে নওয়াজউদ্দিন পৈত্রিক বাড়ি পৌঁছন। তাঁকে ও তাঁর পরিবারকে ২৫ তারিখ পর্যন্ত হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।