মুম্বই: নেটিজেনদের টিপ্পনিতে রেগে আগুন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কপূর। দেশজুড়ে চলতি ২১ দিনের লকডাউন প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেন এই অভিনেতা। সেখানে পাল্টা নেটিজেনরা ঋষির কাছে জানতে চান, তিনি পর্যাপ্ত পরিমাণ মদ স্টক করেছেন কি না ? ব্যাস! রেগে লাল ঋষি কপূর। সকলকে দিলেন পাল্টা জবাব।





করোনাভাইরাস বিরুদ্ধে মোকাবিলার অঙ্গ হিসেবে গতকালই গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই, আমজনতার মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য কেনার হিড়িক চোখে পড়েছে। চাল-ডাল থেকে আলু-পেঁয়াজ সব্জি-- মানুষ যে যেটা পারছেন বাড়িতে মজুত করতে তা কিনে রেখে দিচ্ছেন।





এই প্রেক্ষিতে নিজের ট্যুইটার হ্যান্ডলে ঋষি লেখেন, সকলে একের জন্য, একের জন্য সকলে। চলুন সেটাই করি, যা আমাদের করা উচিত। আমাদের কাছে কোনও বিকল্প নেই। একে অপরকে ব্যস্ত রাখব এবং এই সময়ে সবাই সবার সঙ্গে মনোরঞ্জন করব। কোনও চিন্তা নেই। কোনও আতঙ্ক নেই। করোনাকেও দেখে নেব। প্রধানমন্ত্রীজি, আপনি চিন্তা করবেন না। আমরা আপনার সঙ্গে আছি। জয় হিন্দ।





তাঁর এই পোস্টে একজন মন্তব্য করেন, মদের কোটা পুরো আছে তো, চিন্টু কাকু! আরেকজন লেখেন, স্যার, হুইস্কির স্টক তুলে নিয়েছেন? তৃতীয়জন বলেন, চিন্টুভাই পুরো স্টক তৈরি করে রেখেছে। এই টিপ্পনি শুনে নিজের মেজাজ হারিয়ে ফেলেন ঋষি। লেখেন, যারা আমার দেশ বা আমার জীবনধারা নিয়ে ঠাট্টা করছেন, সকলকে ডিলিট (অ্যাকাউন্ট থেকে) করে দেব। মনে রাখবেন। সতর্ক করলাম। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করুন।





এখানেই থেমে থাকেননি ঋষি। তাঁকে যে যা কটাক্ষ করেছে, প্রত্যেককে আলাদা আলাদা করে জবাব দিয়েছেন তিনি। একজন তাঁর হুইস্কির স্টকের বিবরণ সম্পর্কে জানতে চাওয়ায় অভিনেতা তাঁকে কুকথা বলে তাঁকে অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেন। আরেকজনকে লেখেন, এই যে, আরেকটা বোকা!