মুম্বই: ঈদ উপলক্ষ্যে শীর খুরমা তৈরির উপকরণ তুলে দিয়ে ৫ হাজার কম সৌভাগ্যবান পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুললেন সলমন খান। করোনাভাইরাস অতিমারীর মধ্যে বলিউড অভিনেতার এই নিদর্শন তাঁর অগনিত ভক্তের হৃদয় জিতে নিয়েছে।


সেই ছবি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন শিবসেনা নেতা রাহুল কনাল। তিনি বলেন, ধন্যবাদ সলমন। ঈদের সময়ে ৫ হাজার পরিবারের কাছে পৌঁছে নিজস্ব ভঙ্গিমায় পৌঁছে সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের মতো মানুষ সমাজে ভারসাম্য আনে। ঈদের সামগ্রী বণ্টন করার জন্য আপনাকে ধন্যবাদ। এভাবেই ভাই সকলকে ঈদ জানান।





করোনা সঙ্কটকাল ও লকডাউনে ক্ষতিগ্রস্তদের মুখে হাসি তুলে দিতে 'বিং হাংগ্রি' নামে একটি পরিকল্পনা সূচনা করেন সলমন। এর মাধ্যমে ফুড ট্রাকে করে খাবার হতদরিদ্রদের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে, এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনও প্রকার ঘোষণা করেনি সলমনের নিজস্ব সংস্থা বিং হিউম্যান।





পাশাপাশি, সলমন মানুষকে আহ্বান করেছেন 'অন্নদান' চ্যালেঞ্জের মাধ্যমে দরিদ্র মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে, তিনি ও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ব্যাগ ভর্তি রেশন ট্রাকে রাখছেন।