বিগ বস 14 এর শেষ পর্বটিতেই খোলাসা হয়েছে এই খবর। ভক্তদের আশা পূর্ণ করে ফের একবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ-সলমান। সলমান জানিয়েছেনে খুব শীঘ্রই তিনি পাঠান, টাইগার 3, ও কভি ঈদ কভি দিওয়ালি ছবিতে অভিনয় করতে চলেছেন। পাশাপাশি, আট মাসের মধ্য়েই বিগ বসের নতুন সিজন আসবে বলেও জানিয়েছেন সল্লু মিঞা। প্রসঙ্গত, কিং খান ছাড়াও 'পাঠান' ছবির প্রধান চরিত্রে দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনয় করেছেন ।


সূত্রের খবর,'পাঠান' ছবিটির একটি অ্য়াকশান দৃশ্য়ে শ্য়ুট করবেন সলমান। প্রায় ১২ দিন ধরে এই শুটিং চলবে বলে জানা যাচ্ছে। তবে এই ছবিতে সলমানে লুক কী হবে, তা এখনও জানা যায়নি। যদিও এই ছবিতে বলিউড বাদশার লুক ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে। সবমিলিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি নিয়ে তাই বলি পাড়ায় চর্চা এক্কেবারে তুঙ্গে। 


এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুষ্কা শর্মা অভিনীত 'জিরো' ছবিতে ক্য়ামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল ভাইজানকে। এছাড়াও 'কুছ কুছ হোতা হ্য়ায়', 'করণ-অর্জুন', 'হাম তুমহারে হ্য়ায় সনম'-এর মত বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সলমান।


২০১৮ সালে শাহরুখের জিরো বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয় সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।