মুম্বই : গণেশ চতুর্থীর শুভ মুহূর্ত উপলক্ষে ভেগান মিট (নিরামিষ মাংস)-এর বিকল্প ব্র্যান্ডের উদ্বোধন করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বন্ধু ও সহকর্মী রীতেশ ও জেনেলিয়া দেশমুখের জন্য।
পরে এসআরকে ট্যুইটারে লেখেন, আমার বন্ধু জেনেলিয়া ও রীতেশ আলোচনা করছিলেন কে তাঁদের প্ল্যান্ট-বেসড মিটস ভেঞ্চার বা উদ্ভিদ নির্ভর মাংস প্রকল্পের উদ্বোধন করবেন। আমি তাঁদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলি, ম্যায় হু না। #TheHappyMeat" পদ রাঁধার জন্য ইমাজিন মিটসের পুরো টিমকে শুভেচ্ছা রইল। এর পাশাপাশি বলিউডের কিং খান নিজের হাত খোলা অবস্থায় একটি ফটো পোস্ট কেরন। আর দুই হাতে ঝুলছে ইমাজিন মিটসের দুই প্যাকেট।
ভেগান মিট প্রোডাক্টের উৎপাদন প্রসঙ্গে রীতেশ বললেন, এই প্রোজেক্টর উদ্বোধন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আমাদের উৎসাহ দ্বিগুণ হয়ে গিয়েছিল, কারণ আমাদের কাছের মানুষ শাহরুখ খান আজ ওয়েবসাইটের উদ্বোধন করেন। আমরা বেশ কয়েক বছর ধরে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য কাজ করছি।
আরও পড়ুন ; খুদে কন্যার সঙ্গে ট্যুইনিং, গণেশ চতুর্থী উদযাপনের ছবি পোস্ট শিল্পা শেট্টির
অন্যদিকে জেনেলিয়া বলেছেন, এসআরকে সব সময় তৈরি। তাই যখন আমরা ভাবলাম যে আমাদের এই "ভালোবাসার শ্রম" কাকে দিয়ে উদ্বোধন করাব, স্বাভাবিকভাবেই শাহরুখের কথা মাথায় আসে। এখানকার প্রত্যেকটি খাবার আমরা হৃদয় দিয়ে তৈরি করেছি। গণেশ চতুর্থীর শুভক্ষণ উপলক্ষে এর উদ্বোধন করতে পেরে আমরা খুশি।
আরও পড়ুন ; 'রাজ কোথায়? ওনাকে ক্ষমা করে দিন' শিল্পার গণেশ পুজোর ছবিতে আর্জি অনুরাগীর
তিনি আরও জানিয়েছেন, আমেরিকা, জার্মানি ও ভারতের খাদ্য বিশেষজ্ঞদের সঙ্গে প্রচুর আলোচনার পর আমরা ফাইনাল প্রোডাক্ট আনতে পেরেছি। আশা করছি আমরা যে খাবার তৈরি করেছি তা আপনাদের পছন্দ হবে। বাপ্পা মোরিয়া রে, ট্যুইটারে লেখেন জেনেলিয়া। প্রসঙ্গত, ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন রীতেশ ও জেনেলিয়া। তাঁদের দুই সন্তান রয়েছে- রিয়ান ও রায়াল।