কলকাতা: লকডাউনের সময় তিন মাসের পারিশ্রমিক চ্যানেলের পক্ষ থেকে টেকনিশিয়ানদের দেওয়ার কথা ছিল। সেই বকেয়া এখনও না মেটানোয় জি-বাংলা ও সান বাংলার শ্যুটিং বন্ধ রাখার নির্দেশ দিল ফেডারেশন। তাই শুক্রবার সকালে শ্যুটিং শুরু হলেও পরে বেলার দিকে শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়। সমস্যায় পড়লেন অভিনেতা, অভিনেত্রীরা।


টেকশিয়ানদের অভিযোগ, লকডাউনের যে তিন মাস কাজ হয়নি, সেই মাসগুলোতে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা দেওয়ার কথা চ্যানেলগুলোর। স্টার টেকনিশিয়ানদের বকেয়া মিটিয়ে দিলেও জি বাংলা এবং সান বাংলা ‘আজ দেব, কাল দেব’ করে বিলম্ব করায় বেঁকে বসেছেন তাঁরা। আজ সকালে কাজ শুরু হলেও পরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মেকআপ করে তৈরি থাকলেও টেকনিশায়নরা হাত গুটিয়ে নেওয়ায় দৃশ্য এগোতে পারেনি। কাজ থমকে ‘কৃষ্ণকলি’, ‘ক্ষীরের পুতুল’, ‘কাদম্বিনী’, ‘কি করে বলব তোমায়’, ‘যমুনা ঢাকি’, ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো একাধিক ধারাবাহিকের।


সূত্রের খবর, টলিপাড়ার টেকনিশিয়ানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একপস্থ কথা হয় চ্যানেলগুলোর। তবে কোনও সমাধান সূত্র না মেলায় কাজ বন্ধই থাকে। সমস্যা দ্রুত মিটিয়ে কাজে ফেরার অপেক্ষায় জি বাংলার সব কুশলীরাই।