রিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করতে চেয়েছিলেন সুশান্ত, বিহার পুলিশের কাছে দাবি অঙ্কিতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jul 2020 03:33 PM (IST)
'সুশান্ত সেই সময় জানিয়েছিলেন রিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি খুশি নন। সম্পর্ক শেষ করতে চান। কারণ রিয়া তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন।'
মুম্বই: সুশান্ত মৃত্যু তদন্তে বিহার পুলিশকে দেওয়া অঙ্কিতা লোখণ্ডের বয়ানের তথ্য এল প্রকাশ্যে। বৃহস্পতিবার এক ঘণ্টা ধরে অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ করে বিহার পুলিশে। সূত্রের খবর, বয়ানে অঙ্কিতা জানিয়েছেন, বিচ্ছেদের পরও সুশান্তর সঙ্গে তাঁর কথা হত। আর তা রিয়া চক্রবর্তীর পছন্দ ছিল না। মানসিক অবসাদ নিয়ে তাঁদের মধ্যে কখনও কোনও কথা হয়নি। সুশান্তের সঙ্গে অঙ্কিতার শেষ কথা হয়েছিল, তখন বিহারের ১০০ জন শিশুর পড়াশোনায় অর্থ সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেছিলেন অভিনেতা। পুলিশ সূত্রে খবর অঙ্কিতা জানান, মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি ছবির মুক্তির সময় সুশান্ত তাঁকে শুভেচ্ছা জানিয়ে মেসেজ করেছিলেন। সেই সময় সুশান্তের সঙ্গে তাঁর অনেকক্ষণ কথা হয়েছিল। অঙ্কিতার দাবি, সুশান্ত সেই সময় জানিয়েছিলেন রিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি খুশি নন। সম্পর্ক শেষ করতে চান। কারণ রিয়া তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “সুশান্ত এমন মানুষই ছিল না, যে হঠাৎ করে আত্মহত্যা করে ফেলবে। আমরা একসঙ্গে কত ভাল ও মন্দ সময় দেখেছি। আমরা একসঙ্গে খুব খুশি ছিলাম। ” অঙ্কিতা ও সুশান্তের একটি টেলি-সিরিয়ালের সেটে প্রথম দেখা। তারপর একসঙ্গে অভিনয় করতে করতেই প্রেম। দুজনে সম্পর্কে ছিলেন ৬ বছর।