মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তারকার শবদেহের ছবি। পরনে টি-শার্ট আর শর্টস। গলায় গাঢ় লাল ফাঁসের দাগ। চোখগুলো বুজে আসছে।  তারকার মৃতদেহের এই ছবি প্রথমে ট্যুইটারে আসে, তারপর সেখান থেকেই ছড়িয়ে পড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে। মহারাষ্ট্র তো বটেই গোটা দেশেই সুশান্তর মৃত দেহের ছবি ভাইরাল হয়ে যায়। সুশান্তর শবের ওই ছবি ‘অস্বস্তিকর’, তাই তা ফরোয়ার্ড না করার জন্য নেটিজেনদের সতর্ক করল মহারাষ্ট্র পুলিশ। নির্দেশ না মানলে সাইবার আইনে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।


লাইভ আপডেট : গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়েই সুশান্তর মৃত্যু, বলছে ময়নাতদন্তের রিপোর্ট 


দীর্ঘ ট্যুইটে মহারাষ্ট্র পুলিশ জানায়, “সম্প্রতি একটা অস্বস্তিকর প্রবণতা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যেখানে দেদার শেয়ার করা হচ্ছে সুশান্ত সিংহ রাজপুতের মৃত দেহের ছবি। এই ছবি ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আদালতের নির্দেশ অনুযায়ীই কড়া ব্যবস্থা নেওয়া হবে।” যাদের কাছে সুশান্ত সিংহ রাজপুতের মৃতদেহের ওই ছবি রয়েছে তা ডিলিট করে দেওয়ার কথাও বলা হয়েছে ওই ট্যুইটে।


পড়ুন: করোনা আক্রন্ত ছিলেন সুশান্ত সিংহ রাজপুত? 


এর আগে সুশান্তর শবের ছবি ফরোয়ার্ড না করা নিয়ে অনুরোধ করেন বলিউড তারকা আলিয়া ভট্টও। ‘মানবিক হওয়ার সময় যদি এসে গিয়ে থাকে, তাহলে এটাই শ্রেষ্ঠ সময়’, সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করেছেন আলিয়ার বোন শাহিনও।