গানে ‘অশ্লীল’ শব্দ, পপ গায়ক হানি সিংহের বিরুদ্ধে এফআইআর
ABP Ananda, Web Desk | 09 Jul 2019 01:59 PM (IST)
হানি সিংহের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় আপত্তিকর গান ও অঙ্গভঙ্গির অভিযোগ দায়ের করা হয়েছে।
চণ্ডীগড়: পপ গায়ক হানি সিংহ ও সঙ্গীত প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে পঞ্জাব পুলিশে অভিযোগ দায়ের করল রাজ্য মহিলা কমিশন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, নতুন গানে মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন তাঁরা। মোহালির মাতাউর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। হানি সিংহের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় আপত্তিকর গান ও অঙ্গভঙ্গির অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া মহিলাদের পক্ষে অপমানজনক শব্দ, অঙ্গভঙ্গি ও ক্রিয়াকলাপের কারণে ৫০৯ ধারাতেও অভিযুক্ত হয়েছেন তিনি। বৈদ্যুতিন মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু পরিবেশনের জন্য তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা রুজু হয়েছে। ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উওমেন (প্রহিবিশন) আইনেও অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। মহিলা কমিশনের চেয়ার পার্সন মণীষা গুলাটি রাজ্য স্বরাষ্ট্র সচিব, পঞ্জাব পুলিশের ডিজি ও আইজি (ক্রাইম)কে চিঠি লিখেছেন এ ব্যাপারে। এ ধরনের গান রাজ্যে নিষিদ্ধ করার দাবি করেছেন তিনি।