ম্যাঞ্চেস্টার: তাঁর ফর্ম আর প্রথম একাদশে থাকার যৌক্তিকতা নিয়ে যখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, তখনই মহেন্দ্র সিংহ ধোনি ফের পাশে পেয়ে গেলেন বিরাট কোহলিকে। বরাবরের মতোই। ধোনিকে নিয়ে তাঁর প্রগাঢ় শ্রদ্ধা প্রতিফলিত হল ভারতীয় অধিনায়কের কথায়। বিরাট বললেন, ধোনির প্রতি তাঁর শ্রদ্ধা আজীবন গগনচুম্বীই থাকবে।
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল দ্বৈরথ। তার আগের দিন ভারত অধিনায়ক বলেছেন, 'এমএস ধোনির প্রতি শ্রদ্ধার কথা বললে, সেটা সারাজীবন গগনচুম্বীই থাকবে। আমার চোখে অন্তত তাই। অধিনায়ক থেকে দলের সাধারণ ক্রিকেটার হিসাবে এই রূপান্তর কতটা কঠিন আমি জানি।'
অধিনায়ক হিসাবে জোড়া বিশ্বকাপ জিতেছেন ধোনি। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পাশাপাশি টেস্টে এক নম্বর দল হিসাবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছিল ভারত। সেই ধোনি এখন দলে আছেন উইকেটকিপার হিসাবে। বিরাট বলছেন, 'প্রায় এক দশক দলকে নেতৃত্ব দেওয়ার পর আর পাঁচজন ক্রিকেটারের মতো দলের সাধারণ সদস্য হয়ে থাকাটা সহজ নয়। আর সেটাই ধোনির মাহাত্ম্য। ও মেন্টর। কিন্তু কোনও কিছুতেই জোর করে না। এই ভূমিকাটা দলের পক্ষে ভীষণ জরুরি।'
২০১৪ সালে ধোনির থেকে টেস্ট দলের নেতৃত্ব পান কোহলি। ২০১৭ সালে সীমিত ওভারের ফর্ম্যাটেও নেতৃত্বের দায়িত্ব হস্তান্তরিত হয়। ধোনির বর্তমান ভূমিকায় বিরাট মুগ্ধ। বলেছেন, 'ও সকলকে সিদ্ধান্ত নেওয়ার পরিসর দেয় যাতে করে একজন ক্রিকেটার নিজেকে আবিষ্কার করতে পারে। এটাই ওর সবচেয়ে বড় গুণ। আমি পরামর্শের দরকার পড়লেই ওর কাছে যাই। আর ও সব সময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এড়িয়ে যায় না। এমএস ধোনি অসাধারণ এবং আমি ওর সঙ্গে এতদিন খেলতে পেরে ভীষণ আনন্দিত।'
দলের সকলের দক্ষতায় যেভাবে আস্থা রেখেছেন ধোনি, যেভাবে বারবার ব্যর্থতা সত্ত্বেও রোহিত শর্মার মতো প্রতিভার পাশে দাঁড়িয়েছেন, তা দেখে মুগ্ধ বিরাট। বলেছেন, 'আমাদের যেভাবে সুযোগ দিয়েছে এবং বিশ্বাস রেখেছে, এবং সন্ধিক্ষণের মুহূর্তে যেভাবে দলকে সামলেছে, তাতে ওর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। আর এখন সেই আমরাই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে চলেছি।'
ধোনির অবসর নিয়ে জল্পনাও থামিয়ে দিচ্ছেন কোহলি। বলছেন, 'সন্ধিক্ষণের সময় দলকে তৈরি করার গুরুত্বটা আমরা বুঝেছি। তাই এমএসের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন শুনলে ভাল লাগে কারণ বাকি অনেক বিষয়ে সকলে আলোচনা করে। দলের জন্য কেউ এত কিছু করলে প্রশংসা করতেই হবে। বিশ্বের দরবারে ভারতীয় ক্রিকেটকে এত উচ্চ স্থানে বসানোর নেপথ্যে ওর অবদানকে কৃতিত্ব দিতেই হবে। ওর কাছে আমরা কৃতজ্ঞ।' কোহলি যোগ করেছেন, 'ও সবসময়ই প্রাণোচ্ছল থাকে। গতকাল ওর জন্য খুব ভাল দিন গিয়েছে। গোটা দল আনন্দ করেছে ওর জন্মদিনে। খুব স্বস্তিতে আছে।'
ধোনির কাছে কৃতজ্ঞ, ওর প্রতি আজীবন প্রগাঢ় শ্রদ্ধা থাকবে, মন্তব্য কোহলির
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jul 2019 11:48 PM (IST)
দলের সকলের দক্ষতায় যেভাবে আস্থা রেখেছেন ধোনি, যেভাবে বারবার ব্যর্থতা সত্ত্বেও রোহিত শর্মার মতো প্রতিভার পাশে দাঁড়িয়েছেন, তা দেখে মুগ্ধ বিরাট
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -