নয়াদিল্লি: বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাবন্তকে পাঁচ কোটি টাকার মানহানি মামলার নোটিস পাঠালেন হানিপ্রীত সিংহের মা আশা তানেজা। তাঁর অভিযোগ, সস্তা প্রচারের জন্য হানিপ্রীত ও গুরমিত সিংহ রাম রহিম ইনসানের বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগ করে হানিপ্রীতের মানহানি করেছেন রাখি।
কিছুদিন আগে সংবাদমাধ্যমকে রাখি বলেন, তিনি রাম রহিম ও তাঁর পালিতা কন্যা হানিপ্রীতের বায়োপিকের মাধ্যমে তাঁদের মুখোশ খুলে দেবেন। এরপরেই মানহানির মামলা করার কথা জানিয়েছেন হানিপ্রীতের মা।
রাখি অবশ্য মানহানির মামলাতেও দমছেন না। তিনি পাল্টা বলেছেন, ‘এটা হানিপ্রীতের মায়ের না, তাঁর আইনজীবী মোমিন মালিকের ফন্দি। তিনিই টাকা ও সস্তা প্রচারের জন্য হানিপ্রীতের মাকে উস্কানি দিচ্ছেন। রাখি সাবন্তের কাছ থেকে পাঁচ কোটি টাকা আদায় করাই তাঁর লক্ষ্য। কিন্তু রাখি সাবন্ত বোকা না। হানিপ্রীত ও তার বাবার বিরুদ্ধে অভিযোগের সব প্রমাণ আমার কাছে আছে। সেটা আমি আদালতে পেশ করব। ওরা যদি আমার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করে, তাহলে আদালতে পাঁচ লক্ষ টাকা জমা রাখতে হবে। আমি ওদের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করব। আদালতে জমা দেওয়ার জন্য আমি ২০ লক্ষ টাকা তৈরি রেখেছি।’
হানিপ্রীত ও রাম রহিমের বায়োপিক প্রসঙ্গে রাখি বলেছেন, ‘আমি হানিপ্রীতকে সাত-আট বছর ধরে চিনি। ওর বিষয়ে সবকিছুই জানি। তাই ওর চরিত্রে আমিই অভিনয় করব। আমি আর আমার ভাই রাকেশ সাবন্ত এই ছবি প্রযোজনা করছি।’
রাখি সাবন্তকে পাঁচ কোটি টাকার মানহানি মামলার নোটিস হানিপ্রীতের মায়ের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jan 2018 06:11 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -