মুম্বই: চলতি বছর একাধিক তারকা প্রয়াত হয়েছেন। বছরের শুরু থেকে বিভিন্ন মহলের তারকারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সেই তালিকায় অন্যতম নাম রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। যিনি গত ২১ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। হাসির সম্রাট চলে যান অগণিত অনুরাগীদের কাঁদিয়ে। তাঁর এই অকাল প্রয়াণ মন থেকে মেনে নিতে পারেননি কেউ। রাজু শ্রীবাস্তবের প্রয়াণে অনুরাগীদের ভারাক্রান্ত মনের ক্ষত যেন ফের একবার তাজা হয়ে উঠল। ফের একবার রাজু শ্রীবাস্তবের জন্য চোখের জল ফেললেন অনুরাগীরা। কারণ, তাঁর শেষ কাজের টিজার সামনে এসেছে। আর তা দেখেই চোখের জল ধরে রাখতে পারলেন না অনুরাগীরা।
প্রকাশ্যে 'হোস্টেল ডেজ সিজন থ্রি' টিজার-
এদিন নেট দুনিয়ায় পোস্ট করা হয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'হোস্টেল ডেজ সিজন থ্রি'-র টিজার (Hostel Daze Season 3 Teaser)। প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবও রয়েছেন সেই টিজারে। এই ওয়েব সিরিজ (Hostel Daze Season 3) দেখা যেতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। আর টিজারে রাজু শ্রীবাস্তবকে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না নেটিজেনরা। কমেন্ট বক্সে তাঁদের আবেগ ফুটে উঠল।
আরও পড়ুন - KBC 14: কীভাবে 'বচ্চন' পদবি পান? এতদিনে অজানা গল্প প্রকাশ্যে আনলেন বিগ বি
প্রসঙ্গত, চলতি বছরের ১০ অগাস্ট জিমে শরীরচর্চা করাকালীন হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। তাঁর হার্ট অ্যাটাক হয়। বুকে প্রবল ব্যথা অনুভবের পরই অজ্ঞান হয়ে যান। তাঁর জিম ট্রেনার তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেন। দিল্লির এইমস হাসপাতালে রাজু শ্রীবাস্তবের চিকিতসা চলতে থাকে। দীর্ঘ সময় জ্ঞান ফেরেনি তাঁর। তবে, মাঝে জ্ঞান ফেরে। কিছুটা সুস্থও হতে শুরু করেন রাজু শ্রীবাস্তব। হাত পা ধীরে ধীরে নাড়াচাড়া করতে শুরু করে তাঁর। স্ত্রীর সঙ্গে কথা বলারও চেষ্টা করেন। অনুরাগীরা যখন সবে আশায় বুক বাঁধছিলেন যে, তাহলে হয়তো এবারের মতো মৃত্যুকে হারিয়ে ফিরেই এলেন রাজু। তখনই এলো দুঃসংবাদ। ২১ সেপ্টেম্বর ফের হৃদরোগে আক্রান্ত হন। এবার আর তাঁর শরীর সহ্য করতে পারল না হৃদরোগের আক্রমণ। অগণিত অনুরাগীর মনে দুঃখ দিয়ে পরলোকগমন করলেন রাজু শ্রীবাস্তব। তাঁর শোকে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করলেন বহু অনুরাগী।