একজন অবশ্য জনপ্রিয় পোর্টালটি পুরোপুরি বসে যাওয়ার আগেই গোটা ছবিটি দেখে নিজেকে সৌভাগ্যবান ভেবে লিখেছেন, জানতাম, এমন কিছু হবে। ঈশ্বরকে ধন্যবাদ। ক্র্যাশ করার আগেই ছবিটা দেখে ফেলি। আরেকজন লিখেছেন, এই আপডেটটা একবারই লাইক করছি। প্রযুক্তি হয়তো যা খুশি, যা কিছু করতে পারে, কিন্তু সুশান্তের প্রতি ভালবাসাকে লাগাম পরাতে পারে না। যাও, সব্বাই যাও। এসো আমরা ইতিহাস গড়ি, সুশান্তের অসামান্য কীর্তিকে দেখি। ভালবাসা সব কিছুই জয় করে। সুশান্ত, শান্তিতে ঘুমোও। চিরকালের ভালবাসা রইল।
প্রসঙ্গত, দিল বেচারা নিয়ে আবেগ জমাট বাঁধছিল বেশ কিছুদিন ধরে। এই ছবিতে সুশান্তের বিপরীতে রয়েছেন বলিউডে আত্মপ্রকাশ করা একেবারে আনকোরা মুখ সঞ্জনা সাঙ্ঘি। সুশান্তের সৌজন্যে তিনিও কৌতূহলের কেন্দ্রবিন্দু। ছবির বিষয় তৈরি হয়েছে জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস দি ফল্ট ইন আওয়ার স্টারস-কে ভিত্তি করে। পরিচালক মুকেশ ছাবরাও এই ছবি দিয়েই বলিউডে ইনিংস শুরু করলেন।