চাঙ্কিকে বহুদিন পর আবার টুকটাক দেখা যাচ্ছে বলিউডে। হাউসফুল ৪-এ তিনি আছেন কমিক চরিত্র আখরি পাশার ভূমিকায়। অক্ষয়ের চরিত্রের নাম বালা। চাঙ্কি তাঁদের একটি ছবি টুইট করে লিখেছেন, ব্যাটম্যান আর জোকার, বালা আর পাস্তা। ৩৩ বছর, ৪টে ছবি, কোটি কোটি স্মৃতি। ধন্যবাদ বন্ধু অক্ষয় কুমার।
এবার দেখুন অক্ষয়ের জবাব।
হাউসফুল ৪-এ চাঙ্কির সিগনেচার ডায়ালগ আই অ্যাম আ জোকিং। তা দিয়েই অক্ষয়ের টুইটের জবাব দিয়েছেন তিনি।
হাউসফুল ৪-এ অক্ষয়, চাঙ্কি ছাড়া রয়েছেন রীতেশ দেশমুখ, বোমান ইরানি, ববি দেওল, কৃতী শ্যানন, কৃতী খারবান্দা ও পূজা হেগড়ে। রয়েছেন বাহুবলী-র বল্লালদেব রানা দাগ্গুবাতি।