গণেশ পুজো থেকে মহাশিবরাত্রি, শিল্পা শেট্টি সব অনুষ্ঠানই উদযাপন করেন সানন্দে। নবরাত্রি নিয়ে আপাতত বেজায় ব্যস্ত তিনি। নবরাত্রির আরতি করার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সব অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস কুন্দ্রা।
দুই সন্তানের জননী এষা দেওলও নবরাত্রি পালনের জন্য তৈরি। প্রস্তুতির মাঝেই টুইটারে ফ্যানেদের শুভেচ্ছা বার্তা দিলেন তিনি।
উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন পরেশ রাওয়ালও।
মা দুর্গার ছবি শেয়ার করে হেমা মালিনী লিখেছেন। উৎসবের মরসুম শুরু হল নবরাত্রি দিয়ে। ট্যুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ড্রিম গার্ল।
উৎসবের আনন্দে সামিল হয়েছেন অজয় দেবগন, মাধুরী দীক্ষিতও। কী লিখেছেন তাঁরা, দেখুন।