করাচি: সামনের বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে ভারত খেলবে কি না, সেটা চূড়ান্তভাবে জানানোর জন্য ভারতের সামনে সময়সীমা বেঁধে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় বোর্ডকে বলে দেওয়া হল, ২০২০ সালের জুন মাসের মধ্যে নিজেদের অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিতে হবে।
আগামী বছর এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। ভারত সেই টুর্নামেন্টে খেলবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে পুওলায়ামা পরবর্তী অধ্যায়ে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যাওয়ার পর। ভারত এশিয়া কাপে না খেললে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে এশীয় ক্রিকেট কাউন্সিল ও আইসিসি। তাই, সেক্ষেত্রে টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরানো হতেও পারে। পাক ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান বলেছেন, 'সেই সিদ্ধান্তটা নেবে এশীয় ক্রিকেট কাউন্সিল ও আইসিসি। তবে ভারতকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করতে আমরা প্রস্তুত।'
তবে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক যে কঠিন, তা মেনে নিয়েছেন ওয়াসিম। পাশাপাশি তিনি বলেছেন, 'দুই ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভাল। তবে ওদের সরকারের প্রচুর হস্তক্ষেপ রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আমরা লাগাতার আবেদন করে যেতে পারি না। ওরা খেলতে চাইলে আমাদের জানাতে হবে আর প্রতিশ্রুতি দিতে হবে। নিরপেক্ষ কেন্দ্রে খেলতেও আমাদের কোনও আপত্তি নেই।'
এশিয়া কাপে অংশগ্রহণ চূড়ান্ত কি না জানাতে হবে ২০২০ সালের জুনেই, ভারতকে সময়সীমা বেঁধে দিল পাক ক্রিকেট বোর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2019 12:31 AM (IST)
আগামী বছর এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। ভারত সেই টুর্নামেন্টে খেলবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -