মুম্বই: সামনে এল ‘হাউসফুল ৪’-এ অক্ষয় কুমারের ফার্স্ট লুক। আজ নতুন ছবির পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়ক নিজেই। বহু প্রতীক্ষিত এই ছবিতে অক্ষয়কে দেখে মুগ্ধ ভক্তরা।



‘হাউসফুল ৪’-এ দ্বৈত চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ১৪১৯ সালে তিনি রাজকুমার বালা ও ২০১৯ সালে তিনি হ্যারি। আজ দুটি পোস্টার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন অক্ষয়। দুটি পোস্টারে দেখা যাচ্ছে তাঁর দুরকম চরিত্রে তাঁর লুক। রাজকুমার বালা-র চরিত্রে অক্ষয়ের মাথা নেড়া, বিশাল গোঁফ, গায়ে রাজার পোশাক, গয়না। অন্যদিকে ২০১৯ এর হ্যারি এক্কেবারে আধুনিক।




‘হাউসফুল ৪’ -ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজী। অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে রীতেশ দেশমুখ, পূজা হেগে, কৃতি শ্যানন, ববি দেওয়াল ও আরও অনেককে।

আগামী ২৭ সেপ্টেম্বর সামনে আসবে এই ছবির ট্রেলার। ছবিটি মুক্তি পাবে এই বছরের দেওয়ালিতে।