দুবাই: টি-টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়ার সেরা (Asia Cup) ক্রিকেট দল কারা? এশিয়া সেরার যুদ্ধে আজ, রবিবার মাঠে নামছে শ্রীলঙ্কা ও পাকিস্তান (SL vs Pak)। ফাইনালে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম। রান তাড়া করার স্ট্র্যাটেজি নিল পাক শিবির। সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দলে দুটি পরিবর্তন করেছে পাকিস্তান। ফাইনালে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম। জানালেন, উসমান ও হাসান আলির পরিবর্তে শাদাব খান ও নাসিম শাহ ফিরছেন প্রথম একাদশে। অপরিবর্তিত দল রেখে নামছে শ্রীলঙ্কা।


সুপার ফোরে সব ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে দাসুন শনাকার দল। অন্যদিকে বাবর আজমের (Babar Azam) দল ভারত ও আফগানিস্তানকে হারালেও একমাত্র লঙ্কা বাহিনীর বিরুদ্ধে হেরে গিয়েছিল। সুপার ফোরে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এবার শ্রীলঙ্কা দলের সামনে। 





আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি