‘কী করে ওর সঙ্গে রোমান্স করব, ও যে আমার ভাইয়ের মত’- দেখুন, কোন অভিনেতা সম্পর্কে এমন আপত্তি করেছিলেন করিনা কপূর
ABP Ananda, Web Desk | 12 Apr 2018 11:16 AM (IST)
মুম্বই: ২০০০ সালে বলিউডে পা রাখার পর থেকে করিনা কপূরের পেশাদারিত্ব নিয়ে বিশেষ প্রশ্ন ওঠেনি। কিন্তু এই করিনাই নাকি এক অভিনেতার সঙ্গে রোমান্টিক দৃশ্য করতে নারাজ ছিলেন। ‘দুর্ভাগা’ সেই নায়কের নাম অভিষেক বচ্চন। করিনা-অভিষেক দুজনেরই বলিউডে হাতেখড়ি রিফিউজি ছবি দিয়ে। পরিচালক ছিলেন জেপি দত্ত। ছবিতে তাঁদের একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। কিন্তু করিনা নাকি পরিচালককে বলেন, কী করে ওই দৃশ্যের শ্যুটিং করবেন তিনি, অভিষেক যে তাঁর ভাইয়ের মত! অভিষেক নিজেই ফাঁস করেছেন এ কথা। [embed]https://www.instagram.com/p/BhRReRRFBEj/?utm_source=ig_embed[/embed] সে সময় অবশ্য করিনার দিদি করিশমার সঙ্গে অভিষেকের প্রেম চলছিল বলে খবর। সে জন্যই সম্ভবত করিনার এই ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি। তবে এরপরেও অন্তরঙ্গ দৃশ্য করতে করিনা আপত্তি করেন। সত্যাগ্রহ ছবিতে অজয় দেবগণের সঙ্গে চুম্বন দৃশ্যে সোজা না করে দেন তিনি। তখন অবশ্য করিনার সদ্য বিয়ে হয়েছিল।