মুম্বই: জেলজীবনের কথা বা তাঁর জীবনের একের পর এক সঙ্কট- কোনও কিছু নিয়ে কথা বলতেই সঞ্জয় দত্তের কোনও দ্বিধা নেই। জানিয়েছেন তাঁর কামব্যাক মুভি ভূমির মূল ভিলেন শরদ কেলকর।


ভূমির শ্যুটিংয়ে সঞ্জয়ের সঙ্গে গভীর বন্ধুত্ব হয়েছে শরদের। শরদ জানিয়েছেন, সঞ্জয় আগে কোনও কিছু গোপন করতেন না। কিন্তু এত কষ্ট তাঁকে সইতে হয়েছে, যে এখন আর মুখ খুলতে চান না তিনি। বরং পুরনো দিনের কথা ভুলে গিয়ে চান নতুনভাবে বাঁচতে।

শরদ বারবার সঞ্জয়কে জিজ্ঞেস করতেন, জেলে কেমন কাটত তাঁর। একবার জানতে চেয়েছিলেন, জেলে চিকেন খেতে পেতেন কিনা। জবাবে সঞ্জু বলেন, হ্যাঁ, বছরে দু’বার। খাটুনির মূল্য হিসেবে রোজ ৩৫ টাকা করে পেতেন। সে টাকার কিছু বাঁচলে আরও কিনে খাওয়া যেত।

শরদ আরও জানিয়েছেন, মনের দিক থেকে সঞ্জয় এখনও শিশু। জীবনে পরিপূর্ণ ও প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। তাঁর জায়গায় অন্য কেউ থাকলে জীবনে এত কিছু ঘটার পর ডিপ্রেশনে চলে যেতেন। কিন্তু তিনি ভীষণ হাসিখুশি।

যেভাবে সঞ্জয় তাঁর বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখেন, তা অসাধারণ বলে মন্তব্য করেছেন শরদ। গত ৪০ বছর ধরে তাঁরাই তাঁর বন্ধু রয়েছেন, যাঁরা বিপদের দিনে তাঁর পাশে ছিলেন। জীবনে যাই ঘটুক, পুরনো বন্ধুদের তিনি ভোলেননি। এমনকী যাঁরা স্টান্টম্যান, বয়স ৫৮ বা ৬০, বা অবসর নিয়েছেন, তাঁরাও কাজ না থাকলেও সেটে আসতেন সঞ্জয়ের সঙ্গে দেখা করতে। তিনি সকলের সঙ্গে কথা বলেন বন্ধুর মত।