মুম্বই: কিছুদিন রূপোলি পর্দা থেকে দূরে থাকার পর জমকালো প্রত্যাবর্তন ঘটেছে হৃত্বিক রোশনের। তাঁর ‘সুপার ৩০’ সিনেমা বক্সঅফিসে ভালো ব্যবসা করছে। সেইসঙ্গে তাঁর আগামী সিনেমা ওয়্যার-এর টিজারও অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় ‘ওয়্যার’ সিনেমার টিজার ইতিমধ্যেই ট্রেন্ড করছে। সদ্যই জানা গিয়েছে যে, হৃত্বিক ও টাইগার শ্রফের আগামী সিনেমা ‘ওয়্যার’-এর জন্য ফিনল্যান্ডের বরফাবৃত অঞ্চলে রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, শুরু থেকেই স্থির করেছিলাম যে, আমরা ভারতীয় দর্শকদের এই সিনেমার মাধ্যমে এমন অ্যাকশন দৃশ্য উপহার দিতে চাই, যা তাঁরা আগে কখনও দেখেননি। এই সিনেমায় গাড়ির অ্যাকশন দৃশ্য রয়েছে, সেখানে হৃত্বিক ও টাইগারকে দমবন্ধকর স্টান্ট করতে দেখা যাবে। পরিচালক বলেছেন, এই স্টান্ট একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ও চমকপ্রদ। হলিউডের বেশ কয়েকটি সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করা পল জেনিংস ‘ওয়্যার’ সিনেমার ওই অ্যাকশন দৃশ্যের সিকোয়েন্স তৈরি করেছেন। ১৫ জুলাই সিনেমার টিজার লঞ্চ হয়েছে। এখনও পর্যন্ত তা অসংখ্যবার দেখা হয়েছে। অন্যদিকে, ‘সুপার ৩০’ সিনেমাও বক্সঅফিসে বেশ সাড়া ফেলেছে। দুটি রাজ্য বিহার ও রাজস্থানে ওই সিনেমার ওপর কর মকুব করা হয়েছে। শিক্ষক আনন্দ কুমারের জীবন অবলম্বনে এই সিনেমা। তিনি দরিদ্র পরিবারের পড়ুয়াদের জন্য সুপার-৩০ নামে একটি প্রোগ্রাম চালাতেন, যাদের তিনি আইআইটি-জেইই-র জন্য বেছে নিতেন।